Actor Ranojoy Bishnu Shares Horrified Experience in his Flat (Photo Credits: X)

বাংলা ইন্ডাস্ট্রিতে অতি জনপ্রিয় একটি মুখ অভিনেতা রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)। সম্প্রতি অভিনেতা তাঁর ফেসবুক থেকে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি জানান, গত কয়েক দিন যাবত তাঁর সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটছে। বাড়ি ফিরে তিনি দেখেন তাঁর ফ্ল্যাটের বন্ধ ঘরের মধ্যে ভেঙে পড়ে রয়েছে তাঁরই ছবি, ফুলের টব। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফ্রেমের কাঁচ ও ভাঙা টবের মাটি। শুধু তাই নয়, তাঁর শরীরের নানা জায়গায় অস্বাভাবিক আঁচড়ও লক্ষ করছেন তিনি। গত তিন চার মাস ধরে এমন সব অদ্ভুত ঘটনা ঘটছে রণজয়ের সঙ্গে। কেন হচ্ছে এমন, কী থেকে হচ্ছে এমন? কোন উত্তর পাচ্ছেন না অভিনেতা।

কী ঘটেছে রণজয়ের বাড়িতে?

কলকাতার বাইপাস সংলগ্ন একটি ফ্ল্যাটে থাকেন অভিনেতা রণজয়। একাই থাকেন সেখানে। ভিডিওতে তিনি জানান, বাড়ি থেকে বেরনোর সময়ে ফ্ল্যাটের সমস্ত তালা তিনি বন্ধ করে বেরিয়ে ছিলেন। কিন্তু ফিরতেই অদ্ভুত কাণ্ড। বন্ধ ঘর খুলে দেখেন তাঁর ছবি ভেঙে পড়ে রয়েছে। ছড়িয়ে রয়েছে কাঁচ। গাছের টব ভেঙে পড়ে গিয়েছে। মাটি ছড়িয়ে রয়েছে। এদিকে ঘরের সমস্ত জানলা বন্ধ ছিল। হাওয়া ঢোকার কোন সুযোগ ছিল না। কীভাবে এমন সম্ভব অবাক হচ্ছেন অভিনেতা।

অলৌকিক কাণ্ড রণজয়ের ফ্ল্যাটে

অবাক করা ঘটনা এখানেই শেষ নয়। রণজয় জানান, হালে করে মাঝেমধ্যেই তিনি ঘুম থেকে উঠে দেখেন তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ। অভিনেতার ভিডিও দেখে বহু নেটবাসীই প্রতিকার হিসাবে বিভিন্ন উপায় বলেছেন। কেউ বলেছেন হনুমান চালিশা পাঠ করতে। কেউ বলছেন বাড়িতে হোম যজ্ঞ করতে। নেটবাসীর আশঙ্কা অভিনেতার বাড়িতে কোন অশুভ শক্তি আশ্রয় নিয়েছে। যার জন্যে এমন সব অলৌকিক কাণ্ড ঘটছে তাঁর সঙ্গে।