কয়েকমাস আগেই মালায়লাম ইন্ডাস্ট্রিতে মিটু মুভমেন্ট শুরু হয়েছিল। ধর্ষণের অভিযোগ উঠেছিল মুকেশ, জয়সূর্য, এডাভেলা বাবু, নিভিন পৌলির (Nivin Pauly) মতো তাবড় তাবড় প্রযোজক ও অভিনেতাদের বিরুদ্ধে। এই অবস্থায় আপাতত স্বস্তি পেলেন দক্ষিণী তারকা নিভিন পৌলি। জানা যাচ্ছে, তার বিরুদ্ধে গত সেপ্টেম্বর মাসে অভিযোগ করেছিলেন এক ভারতীয় মহিলা। অভিযোগ ছিল দুবাইতে গিয়ে ওই মহিলার সঙ্গে পরিচয় হয় নিভিনের, এবং কাজ দেওয়ার নামে তাঁকে ধর্ষণ করে নিভিন। তবে প্রথম থেকেই এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে এসেছিলেন অভিনেতা।
তবে এবার আদালতের পক্ষ থেকেও ক্লিনচিট পেলেন তারকার। এদিন কোঠামঙ্গলম আদালতের কেরল পুলিশের পক্ষ থেকে যে রিপোর্ট পেশ করা হয়, তাতে অভিনেতাকে নির্দোষ বলে দাবি করা হয়। মূলত অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকার কারণেই তিনি এই মামলায় বেকসুর খালাস পান। তবে এই অভিযোগ আর পাঁচজনের বিরুদ্ধেও রয়েছে। তাঁদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে বলে জানা গিয়েছে।
Kerala | Actor Nivin Pauly has been given a clean chit in the sexual assault case registered against him. Based on the investigation, the investigating officer has filed a report in the Kothamangalam court to remove his name as an accused in the case.
— ANI (@ANI) November 6, 2024