Parambrata Chattopadhyay and Piya Chakraborty (Photo Credits: Instagram)

জামাইষষ্ঠীর দিন পরম-পিয়ার সংসারে খুশির আলো। বাবা হলেন অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay)। মা হলেন সমাজকর্মী পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। জামাইষষ্ঠীর দিনই ছোট্ট জামাই এল চক্রবর্তী বাড়িতে। রবিবার শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পিয়া। জানা যাচ্ছে, মা এবং সদ্যজাত সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। জুন মাসেই পিয়ার সন্তান প্রসবের তারিখ দিয়েছিলেন চিকিৎসক। মাস পরতেই পয়লা তারিখে ভূমিষ্ঠ হল পরম-পিয়ার সন্তান। আহ্লদে আটখানা দুই পরিবার।

বাবা হলেন পরম

পরম-পিয়ার বিয়ের মুহূর্ত

 

View this post on Instagram

 

A post shared by Piya Chakraborty (@piya_chakraborty)