তামিলনাড়ু: প্রায় দুই বছরের অপেক্ষার পর আজ মুক্তি পেতে চলেছে সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি 'জেলার' (Superstar Rajinikanth’s Jailer)। তামিলনাড়ুতে ৮০০টি স্ক্রিন সহ সারা বিশ্বে ৪০০০ টিরও বেশি স্ক্রিনে জেলার স্ক্রনিং হবে। রজনীকান্তের এই নতুন ছবি 'জেলার' দেখতে জাপানি দম্পতি ওসাকা থেকে চেন্নাই পৌঁছলেন। দম্পতি বলেন, "জেলার মুভি দেখতেই আমরা জাপান থেকে এখানে এসেছি।"
দেখুন ভিডিও
VIDEO | A Japanese couple has travelled from Osaka to Chennai, Tamil Nadu to watch Rajinikanth's new film 'Jailer'.
"To see the Jailer movie, we have come from Japan to Chennai," says Yasuda Hidetoshi, Rajinikanth fan club leader, Japan. pic.twitter.com/04ACrc4Q5c
— Press Trust of India (@PTI_News) August 10, 2023
রজনীকান্ত নতুন মুক্তির আগে হিমালয়া ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি বলেছেন, "দয়া করে জেলার দেখুন এবং আমাকে বলুন ছবিটি কেমন হয়েছে"। জেলার' নেলসন দিলীপ কুমার পরিচালিত একটি অ্যাকশন প্যাকড ছবি। দক্ষিণ ভারতজুড়ে জেলার এর এমন ঝড় উঠেছে যে চেন্নাই এবং বেঙ্গালুরুতে অনেক অফিস আজ ছুটি ঘোষণা করেছে। 'জেলার' নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে পৌঁছেছে। আশা করা হচ্ছে, জেলের ছবিটি বিদেশেও ভালো ব্যবসা করবে। ভারত জুড়ে বক্স অফিসে এই ছবির ওপেনিং বেশ ভালোয় হবে বলে আশা করা যাচ্ছে।