দুই সানি। দেওল ও লিওন। (Photo Credits: Twitter)

ভোটের বাজারে ফিরলেন সানি লিওন (Sunny Leone)। ফিরলেন নয়, বলা ভাল অ্যাঙ্কারের ভুলে ফেরানো হল সানি লিওনকে। আসলে গুগল সার্চের বিষয়ে ভারতের এক নম্বর সেলেব্রিটির নামটাতেই যত বিভ্রাট হল। অ্যাঙ্কারের উচ্ছ্বাসের তাড়াহুড়োয়ে সানি দেওল বদলে গেল সানি লিওনে। পঞ্জাবের গুরদাসপুর (Gurdaspur) থেকে বিজেপি (BJP)-র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন সানি দেওল (Sunny Deol)। আর সেখান থেকে তিনি গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন। বিজেপি পন্থী এক নিউজ চ্যানেলের অ্যাঙ্কার উত্তেজনায় সেই খবর জানাতে গিয়েই দুই সানিকে গুলিয়ে ফেললেন। অ্যাঙ্কার বললেন, গুরুদাসপুর কেন্দ্র থেকে এগিয়ে আছেন বিজেপি-র সানি লিওন....দেখুন সেই ভিডিও

ভোটের ফল ঘোষণার বাজারে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। সানি লিওনও এই ভিডিওটি নিয়ে সেই চ্যানেলে খোঁচা মেরে টুইট করেন।