নতুন দিল্লি, ২৫ অক্টোবর: দিল্লির মহিলাদের (Delhi Women) জন্য সুখবর। বাসে (Bus) চড়তে গেলে আর খরচ করতে হবে না গ্যাঁটের কড়ি। এবার থেকে বিনামূল্যে চড়তে পারবেন বাসে। এই বছর ভাইফোঁটা (Bhai Dooj) থেকেই দিল্লিতে (Delhi) এমন পরিষেবা পেতে চলেছেন মহিলারা। আগামী ২৯ অক্টোবর থেকে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন (Delhi Transport Corporation) ও ক্লাস্টার প্রকল্পের বাস চালাবে দিল্লি সরকার (Delhi Government)। তার আগের দিন গালা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকল্পের সূচনা করা হবে।
প্রাথমিক পর্যায়ে মহিলাদের জন্য দেড় কোটি গোলাপি ট্রাভেল পাস (Pink Travel Pass) তৈরি করা হচ্ছে। এই পাসে কোনও অর্থের মূল্য লেখা থাকবে না। থাকবে শুধু সিরিয়াল নম্বর (Serial Number)। প্রত্যেক পাসের জন্য DTC-কে ১০ টাকা করে ফিরিয়ে দেবে সরকার। ডিটিসির (DTC) এক আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, 'প্রত্যেক দিন গড়ে ৩০ লাখ মানুষ আমাদের বাস পরিষেবা গ্রহণ করে থাকেন। রোজ ক্লাস্টার স্কিমের বাস ব্যবহার করেন ১২ লাখ মানুষ। আমাদের হিসেব বলছে, এদের মধ্যে এক-তৃতীয়াংশ হচ্ছেন মহিলা যাত্রী। কাজেই রোজ ১০ লাখ পাস আমাদের প্রয়োজন।' তিনি আরও জানিয়েছেন, 'ভাইফোঁটা থেকেই মহিলাদের জন্য বাসযাত্রা ফ্রি হওয়ার পর মহিলা যাত্রীদের সংখ্যা বাড়বে। প্রয়োজন অনুযায়ী আমরা বেশি সংখ্যক বাস রাস্তায় নামাব।' আরও পড়ুন: Uber Bus: এবার চোখের পলকেই পৌঁছে যাবেন বাড়ি; শীঘ্রই চালু হচ্ছে 'উবার বাস' পরিষেবা
সরকারি বিবৃতি জানা গিয়েছে, 'দীপাবলির পরদিন তথা ভাইফোঁটার আগের দিন - ২৮ অক্টোবর সরকার উত্সবের মতো করে পালন করবে। আগেই সরকার মহিলাদের বিনামূল্যে ভ্রমণের কথা ঘোষণা করেছে, তবে সোমবার তার আনুষ্ঠানিক সূচনা হবে।'