IPL Auction 2025 Live

WHO Warns of Hearing Problems: ২০৫০ সালের মধ্যে বিশ্বে প্রতি ৪ জনে ১ জন শ্রবণশক্তি হারাবেন, WHO-র সতর্কতা

বিশ্বের জনসংখ্যার মধ্যে প্রতি চারজনে একজন কানের সমস্যায় ভুগবেন। অর্থাৎ ঠিকমতো শুনতে পাবেন না। ২০৫০ সালের মধ্যেই এই পরিস্থিতি আসতে চলেছে জানিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এই শোনা সংক্রান্ত বিষয়ে প্রথম বিশ্ব ভিত্তিক রিপোর্ট প্রকাশ করেছে হু। তাতে বলা হয়েছে, বিশ্বের অন্তত ৭০০ মিলিয়ন জনগণ কানে ঠিকমতো শোনার জন্য বিভিন্ন যন্ত্রের শরণাপন্ন হবে অথবা কেউ কেউ রিহ্যাবের পরিষেবাও নিতে পারেন। যদি না সঠিক পদক্ষেপ করা হয়। আজ ৩ মার্চ বিশ্ব শ্রবণ দিবস। ডব্লিউএইচও ইতিমধ্যেই এই শ্রবণ সংক্রান্ত সমস্যাকে চিহ্নিত করতে পেরে তার সমাধানের রাস্তাও নিশ্চিত করেছে।

জেনেভা, ৩ মার্চ: বিশ্বের জনসংখ্যার মধ্যে প্রতি চারজনে একজন কানের সমস্যায় ভুগবেন। অর্থাৎ ঠিকমতো শুনতে পাবেন না। ২০৫০ সালের মধ্যেই এই পরিস্থিতি আসতে চলেছে জানিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এই শোনা সংক্রান্ত বিষয়ে প্রথম বিশ্ব ভিত্তিক রিপোর্ট প্রকাশ করেছে হু। তাতে বলা হয়েছে, বিশ্বের অন্তত ৭০০ মিলিয়ন জনগণ কানে ঠিকমতো শোনার জন্য বিভিন্ন যন্ত্রের শরণাপন্ন হবে অথবা কেউ কেউ রিহ্যাবের পরিষেবাও নিতে পারেন। যদি না সঠিক পদক্ষেপ করা হয়। আজ ৩ মার্চ বিশ্ব শ্রবণ দিবস। ডব্লিউএইচও ইতিমধ্যেই এই শ্রবণ সংক্রান্ত সমস্যাকে চিহ্নিত করতে পেরে তার সমাধানের রাস্তাও নিশ্চিত করেছে। এজন্য প্রত্যেকটি দেশ সেখানকার নাগরিকদের জন্য ইউনিভার্সাল স্বাস্থ্য কভারেজের বন্দোবস্ত করবে। আরও পড়ুন-Rahul Gandhi On Emergency: ৭৫-এর জরুরি অবস্থার সিদ্ধান্ত ভুল ছিল, বিস্ফোরক স্বীকারোক্তি রাহুলের

শ্রবণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান খোঁজখবর: