Russia Wildfire: দাবানলের গ্রাসে রাশিয়া, জ্বলছে কয়েক হেক্টর বনাঞ্চল

Russia’s Gelendzhik Fire (Photo Credit: Twitter)

দাউ দাউ করে জ্বলছে রাশিয়ার গ্লেনডজিক প্রদেশের বনাঞ্চল। গ্লেনডজিকে দাবানল তৈরির পর হাওয়ার দাপটে তা ক্রমাগত বাড়তে শুরু করে। বর্তমানে গ্লেনডজিক প্রদেশের প্রায় ১.৫ হেক্টর জমি আগুনের আগুনের কবলে। রাশিয়ার সংবাদমাধ্যম তাস-এর তরফে এমনই একাধিক ভিডিয়ো শেয়ার করা হয়। গ্লেনডিজক প্রদেশের আগুনের জেরে যাতে স্থানীয়রা ক্ষতিগ্রস্থ না হন, সে বিষয়ে রাখা হয়েছে কড়া নজর। দেখুন..