COVID-19: নাকে স্প্রে করে ঠেকানো যাবে করোনা ভাইরাসকে! জেনে নিন বিস্তারিত
অবশেষে মিলল মুক্তির উপায়! গবেষকরা এমন নতুন মলিকুলস তৈরি করলেন যা নাকে স্প্রে করলে সার্স-সিওভি-২ ভাইরাস বা করোনা ভাইরাসকে ফুসফুস ঢুকে সংক্রমণ ছড়ানো থেকে আটকাবে।
ওয়াশিংটন: অবশেষে মিলল মুক্তির উপায়! গবেষকরা (Researchers) এমন নতুন মলিকুলস (Molecules) তৈরি করলেন যা নাকে (Nose) স্প্রে (Spray) করলে সার্স-সিওভি-২ ভাইরাস (SARS-CoV-2 Virus) বা করোনা ভাইরাসকে (Coronavirus) ফুসফুস (Lungs) ঢুকে সংক্রমণ (Infection) ছড়ানো থেকে আটকাবে।
যখন কোনও মানুষ নিশ্বাস নেন তখনই করোনা ভাইরাস ফুসফুসের মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করে তাঁকে অসুস্থ করে তোলে। এটাকে কীভাবে আটকানো যা তা চিন্তা করতে করতে আমেরিকার (USA) জোনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (Johns Hopkins University) ইঞ্জিনিয়াররা (Engineers) তৈরি করে ফেললেন সরু সুতোর (Thin thread) মতো ছোট ছোট মলিকুলস। যা নাকে স্প্রে করলে করোনা ভাইরাস আর নিশ্বাস নেওয়ার সময় ফুসফুসের মাধ্যমে শরীরে ঢুকে সংক্রমণ ছড়াতে পারবে না বলে দাবি করা হচ্ছে। এই মলিকুলসগুলো সম্পর্কে তাঁরা বলছেন, এই সুপ্রামলিকুলস ফিলামেন্টস ক্যাপাবেল অফ ব্লকিং দ্য ভাইরাস ইন ইটস ট্র্যাকস (supramolecular filaments capable of blocking the virus in its tracks)।
এপ্রসঙ্গে জোনস হপকিন্স হোয়াইটিং স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের একজন অ্যাসোসিয়েট প্রফেসর হংগ্যাং কুই জানান, আশা করা হচ্ছে ফিলামেন্টগুলি নাকের ভেতরে গিয়ে স্পঞ্জের মতো করোনা ও অন্যান্য ভাইরাসগুলিকে প্রবেশের আগেই শুষে নেবে। শ্বাসপ্রশ্বাসের নালিতে সংক্রমণ ছড়ানোর আগে ধরা পড়ে যাবে ভাইরাস। একবার নাকে স্প্রে করলে এক থেকে দুঘণ্টা সক্রিয় থাকবে মলিকুলসগুলো। তাই কেউ যদি জনসমাগমের মধ্যে যান তাহলে তাঁদের পক্ষে এটি খুবই সাহায্য করবে।