Pakistan: ফেব্রুয়ারিতে গোটা দেশের জ্বালানি কেনার অর্থ নেই পাকিস্তানের হাতে? রিপোর্টে চাঞ্চল্য
গত সপ্তাহেই পাকিস্তানের বড় শহরগুলিতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। যার জেরে ইসলামাবাদ, লাহোর, করাচি-সহ বিভিন্ন শহর অন্ধকারে ঢাকতে শুরু করে। যা নিয়ে পাকিসতান জুড়ে চাঞ্চল্য ছড়ায়।
ইসলামাবাদ, ২ ফেব্রুয়ারি: এবার কি শ্রীলঙ্কার (Sri Lanka) মত অবস্থা হতে চলেছে পাকিস্তানের (Pakistan)? সম্প্রতি এমনই একটি রিপোর্টের জেরে চাঞ্চল্য ছড়ায়। যে রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়, ফেব্রুয়ারি মাস পর্যন্ত পর্যাপ্ত জ্বালানি তেল কেনার অর্থ নেই পাকিস্তানের হাতে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিস্থিতি উদ্বেগজনক। সুতরাং এই পরিস্থিতিতে পাকিস্তানি ব্যাঙ্কগুলি অপরিশোধিত তেল কেনার জন্য অর্থ ছাড় দিচ্ছে না।
শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়েই নয়, পাকিস্তান ডলারের বিপরীতে নিজেদের মুদ্রার মূল্যহ্রাস নিয়েও মোকাবিলা করছে। ফলে যা আমদানির খরচ, বিশেষ করে জ্বালানি ও খাদ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। তার জেরেই বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের একাধিক প্রদেশে গমের আকাল পড়েছে। আটা, ময়দা কিনতে পারছেন না নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত।
গত সপ্তাহেই পাকিস্তানের বড় শহরগুলিতে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। যার জেরে ইসলামাবাদ, লাহোর, করাচি-সহ বিভিন্ন শহর অন্ধকারে ঢাকতে শুরু করে। যা নিয়ে পাকিস্তান জুড়ে চাঞ্চল্য ছড়ায়।