Pro-Imran Protests Across Pakistan: ইমরান খানের সমর্থনে পথে কয়েক লাখ পাকিস্তানি, পাল্টা ধন্যবাদ জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী

অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রীর পদ খুইয়েছেন ইমরান খান (Imran Khan)। আজই নতুন প্রধানমন্ত্রী ঠিক করবে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি। যদিও ইমরানের সমর্থনে পথে নামলেন কয়েক লাখ মানুষ। পাকিস্তানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ (Protest) দেখানো হয়। রবিবার রাত সাড়ে ৯টা থেকে বিক্ষোভ শুরু হয়। ইসলামাবাদ, লাহোর, করাচি, পেশোয়ার, মালাকান্দ, মুত্তান, খানওয়াল, খাইবার, ঝাং, কোয়েটা, ওকারা, আব্বতাবাদ, বাজৌর, লোয়ার ডির, সাংলা, কোহান্টান, মনসহা, সোয়াত, গুজরাত, ফয়সলাবাদ, নওশেরা, দেরা গাজি খান ও মন্দি বাহাউদ্দিনে ইমরানের সমর্থনে পথে নামেন হাজার হাজার মানুষ।

Pro-Imran Protests Across Pakistan (Photo: IANS)

ইসলামাবাদ, ১১ এপ্রিল: অনাস্থা ভোটে হেরে পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রীর পদ খুইয়েছেন ইমরান খান (Imran Khan)। আজই নতুন প্রধানমন্ত্রী ঠিক করবে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি। যদিও ইমরানের সমর্থনে পথে নামলেন কয়েক লাখ মানুষ। পাকিস্তানের বিভিন্ন এলাকায় বিক্ষোভ (Protest) দেখানো হয়। রবিবার রাত সাড়ে ৯টা থেকে বিক্ষোভ শুরু হয়। ইসলামাবাদ, লাহোর, করাচি, পেশোয়ার, মালাকান্দ, মুত্তান, খানওয়াল, খাইবার, ঝাং, কোয়েটা, ওকারা, আব্বতাবাদ, বাজৌর, লোয়ার ডির, সাংলা, কোহান্টান, মনসহা, সোয়াত, গুজরাত, ফয়সলাবাদ, নওশেরা, দেরা গাজি খান ও মন্দি বাহাউদ্দিনে ইমরানের সমর্থনে পথে নামেন হাজার হাজার মানুষ।

রাজধানী ইসলামাবাদে জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ শুরু হয়। পেশোয়ার প্রেস ক্লাবে মহিলা ও শিশু সহ একটি বড় সংখ্যক ইমরান সমর্থকরা বিরোধী দলের বিরুদ্ধে স্লোগান দেয়। লাহোরের একটি সমাবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছিল। করাচির রশিদ মিনহাস রোডে প্রতিবাদ অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক ইমরান সমর্থকরা উপস্থিত ছিলেন। পাকিস্তানের পাশাপাশি দুবাই ও লন্ডনের হাইড পার্কে বিক্ষোভও অনুষ্ঠিত হয়। আরও পড়ুন: Pakistan New PM: আজ দেশের নতুন প্রধানমন্ত্রী ঠিক করবে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি

তাঁর সমর্থনে পথে নামা হাজার হাজার বিক্ষোভকারীকে ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন ইমরান খান। তিনি লেখেন, "মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত শাসনব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ধন্যবাদ। দেশে এবং বিদেশে থাকা পাকিস্তানিরা এই স্থানীয় মীর জাফারদের জোরালভাবে প্রত্যাখ্যান করেছে।" বিক্ষোভের আগে রবিবার সন্ধ্যায় প্রাক্তন প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "১৯৪৭ সালে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হয়ে ওঠে। কিন্তু শাসন পরিবর্তনের জন্য বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম আবারও শুরু হয়েছে। দেশের মানুষই সবসময় সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করে।"



@endif