Lowest Unemployment Rate: চলতি বছর সবচেয়ে কম বেকারত্ব যে দশ দেশে, আছে কি ভারত?
চলতি বছর গোটা বিশ্বে বেকারত্ব পরিস্থিতি নিয়ে আগাম রিপোর্ট তৈরি করল IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
Lowest Unemployment Rate: চলতি বছর গোটা বিশ্বে বেকারত্ব পরিস্থিতি নিয়ে আগাম রিপোর্ট তৈরি করল IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ২০২৩ সালের প্রথম ৬টি মাসের রিপোর্ট, ও বাকি ৬টি মাসের পূর্বাভাসের ওপর তৈরি হল এই রিপোর্ট। বিশ্বের বেকারত্ব পরিস্থিতি যে উদ্বেগের তা এই রিপোর্টে দেখা গিয়েছে।
যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, অন্য দেশ থেকে পালিয়ে এসে শরণার্থী হয়ে থাকার মত সমস্যাগুলি বিশ্বে বেকারত্ব পরিস্থিতিকে উদ্বেগের জায়গায় নিয়ে যাচ্ছে।
বেশ কিছু দেশে বেকারত্বটা একেবারেই সমস্যা নয় বলে দেখা যাচ্ছে। উল্টো পূরাণের এই দেশগুলিকেই নিয়েই এই প্রতিবেদন।
এক নজরে চলতি বছর সবচেয়ে কম বেকারত্ব যে দশ দেশে
১০) মাল্টা (৩.৩%):দক্ষিণ ইউরোপের এই দ্বীপরাষ্ট্রের জনসংখ্যা মাত্র ৫ লক্ষ। এখানে মাত্র ৩ শতাংশের মত মানুষ বেকার।
৯) পোল্যান্ড (৩.২%): ইউরোপের এই দেশের বেকারত্ব বেশ কম।
৮) সেইচেলিশ (৩%): পূর্ব আফ্রিকার এই দেশের বেকারত্ব বেশ কম।
৭) ম্যাকাও এসএআর (২.৭%): এই দেশের বেকারত্ব বেশ কম।
৬) জাপান (২.৪%): এশিয়ার উন্নত দেশ বরাবরই দেশের বেকারত্ব সমস্য়া নিয়ে সচেতন। জাপানে শিক্ষা, স্বাস্থের মতই কর্মসংস্থানকেও সমান গুরুত্ব দেওয়া হয়। তার সুফল পাচ্ছে সূর্যোদয়ের দেশ
দেখুন টুইট
৫) সুইজারল্যান্ড (২.৪%): ইউরোপের এই দেশে বেকারত্বের সমস্যা তেমন নেই। বাইরের দেশ থেকে এখানে অনেকেই কাজ করতে যানব।
৪) ভিয়েতনাম (২.৩%): এমনিতে অনেকের ধারনা ভিয়েতনামের আর্থিক অবস্থা খারাপ। কিন্তু সেখানে বেকারত্ব পরিস্থিতি বেশ ভাল।
৩) চেক প্রজাতন্ত্র (২.৩%): বেকারত্বকে 'চেক মেট' দিয়েছে চেক প্রজাতন্ত্র।
২) সিঙ্গাপুর (২.১%): সিঙ্গাপুর হল রঙীন দেশ। বড় বড় কোম্পানির সদর। দেশ-বিদেশের সেরা কোম্পানিরা সেখানে অফিস বা কাজের জায়গা খুলে বসে। সেখানে স্টার্ক আপও হাজার। তাই বেকারত্ব এত কম সিঙ্গাপুরে।
১) তাইল্যান্ড (১%): এশিয়ার এই দেশের বেকারত্ব মাত্র ১ শতাংশ। এইটুকু তথ্যেই প্রমাণ সেই দেশের বেকারত্ব ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে।
(সূত্র-IMF বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল)