IPL Auction 2025 Live

Illegal immigration from India to US: ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গত দু'মাসে অবৈধ অভিবাসন বেড়ে দ্বিগুণ

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন (Joe Biden) ও উপ-রাষ্ট্রপতি কমলা হ্যারিস (Kamala Harris) নির্বাচিত হওয়ার পর থেকে অবৈধ অভিবাসীদের সংখ্যা বেড়েই চলেছে। যদিও হ্যারিস দাবি করেছেন, সীমান্ত 'নিরাপদ'

US Border Patrol (Photo Credit: IANS/Twitter)

নিউ ইয়র্ক, ২৮ ডিসেম্বর: গত দু'মাসে মেক্সিকো সীমান্তে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, অক্টোবর ও নভেম্বরে মেক্সিকো সীমান্ত অতিক্রম করে ৪২৯৭ জন ভারতীয়কে আটক করেছে মার্কিন বর্ডার প্যাট্রোল (US Border Patrol)। গত বছর ওই দুই মাসে ১৪২৬ জন এবং সেপ্টেম্বরে শেষ হওয়া অর্থবর্ষে ১৬ হাজার ২৩৬ জন ভারতীয়কে আটক করা হয়। সবমিলিয়ে, সীমান্ত ও অন্যান্য জায়গায় মার্কিন কর্তৃপক্ষের হাতে আটক ভারতীয়দের সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। মার্কিন কর্তৃপক্ষ ৬৩৯২৭ জনের মুখোমুখি হয় যারা ভারতীয় অবৈধভাবে দেশে ঢোকে। সেপ্টেম্বরে শেষ হওয়া ২০২১-২২ অর্থবর্ষে ৩০৬৬২ জন প্রবেশ করে, এইবার সেই সংখ্যা ১০৯ শতাংশ বেশি, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন থেকে (Customs and Border Protection) এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, গত দুই মাসে মোট ১৩ হাজার ৬৫৫ জন অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়েছে, যা ২০২১ সালের ওই দুই মাসে ছিল ৬ হাজার ৮৬৫ জন। ২০১৯-২০ অর্থবর্ষে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আটক ভারতীয়দের সংখ্যা ছিল মাত্র ১৯ হাজার ৮৮৩ জন। Taliban Bans Women Education: তালিবান সিদ্ধান্তের প্রতিবাদে লাইভ টেলিভিশনে ডিপ্লোমা শংসাপত্র ছিঁড়ে ফেললেন অধ্যাপক, দেখুন

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন (Joe Biden) ও উপ-রাষ্ট্রপতি কমলা হ্যারিস (Kamala Harris) নির্বাচিত হওয়ার পর থেকে অবৈধ অভিবাসীদের সংখ্যা বেড়েই চলেছে। যদিও হ্যারিস দাবি করেছেন, সীমান্ত 'নিরাপদ' যদিও যুক্তরাষ্ট্রে গত সেপ্টেম্বরে শেষ হওয়া অর্থবর্ষে বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে অবৈধভাবে ২.৭৭ মিলিয়ন প্রবেশ ঘটেছে, যা আগের বারের থেকে ৪১ শতাংশ বেশি। দক্ষিণ সীমান্তে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টার ঘটনায় বাইডেন প্রশাসন মঙ্গলবার সুপ্রিম কোর্টের কাছ থেকে স্বস্তি পেয়েছে। উল্লেখ্য, কোভিড-১৯ মহামারীর কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) লাতিন আমেরিকানদের মেক্সিকোতে ফেরত পাঠানোর জন্য একটি স্বাস্থ্যবিধি চালু করেছিলেন, কিন্তু মে মাসে ডেমোক্র্যাটিক পার্টির (Democratic Party) চাপে তা বাতিল করে দেন বাইডেন। রিপাবলিকান স্টেটের (Republican state) একদল কর্মকর্তা এর বিরুদ্ধে আদালতে যান এবং সুপ্রিম কোর্ট ফেব্রুয়ারি পর্যন্ত সাময়িকভাবে প্রত্যাহার স্থগিত করে।

শিরোনাম ৪২ (Title 42) নামে পরিচিত এই নিয়মটি ভারতীয় এবং ল্যাটিন আমেরিকার বাইরের লোকদের বিরুদ্ধে ব্যবহার করা হয় না কারণ মেক্সিকো তাদের ফিরিয়ে নেবে না। অবৈধ অভিবাসনের সংখ্যা কেবলমাত্র সিবিপির হাতে ধরা পড়া ব্যক্তিদের। আরও বেশ কয়েকজন সফলভাবে কর্তৃপক্ষকে এড়িয়ে প্রবেশ করেছে এবং যারা বৈধভাবে প্রবেশ করে কিন্তু তাদের ভিসার মেয়াদ অতিক্রম করে যাওয়ার পর দেশে তাদের উপস্থিতি (এখন অবৈধ) তাদের তথ্য অন্তর্ভুক্ত করা হয়নি। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের (ডিএইচএস) তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষের সর্বশেষ সময়ে ১৪ হাজার ৩৮৯ জন ভারতীয়কে সন্দেহ করা হয়েছিল, যা আগের বছরের তুলনায় ১৩ হাজার ২০৩ জন বেশি। কানাডার সঙ্গে উত্তর সীমান্তে, যেখানে জানুয়ারিতে মার্কিন সীমান্তে চার সদস্যের একটি ভারতীয় পরিবারকে হিমায়িত অবস্থায় পাওয়া গিয়েছিল, সেখানে গত দু'মাসে ৮৪ জন ভারতীয়কে আটক করা হয়। সেপ্টেম্বরে শেষ হওয়া মার্কিন অর্থ বছরে ২৩৭ জন ভারতীয়কে সেখানে ধরা হয়েছে, যা এর আগের ১২ মাসে ছিল ৪২ জন এবং তার আগে ১২৯ জন।

মার্কিন কর্তৃপক্ষের হাতে ধরা পড়াদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়। সাধারণত ইমিগ্রেশন বিচারকের সামনে হাজির হওয়ার নোটিশ দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে খুব কম সংখ্যককে অনুসরণ করা হয় এবং খুব কম সংখ্যককে আটক করা হয়। ট্রানজেকশনাল রেকর্ডস অ্যাক্সেস ক্লিয়ারিংহাউস ( Transactional Records Access Clearinghouse)-এর তথ্য অনুযায়ী, সিরাকিউজ বিশ্ববিদ্যালয় পরিচালিত তথ্যভাণ্ডার অনুযায়ী, গত মাসে ৩৪২৩০ জন ভারতীয়ের আশ্রয়ের মামলা ইমিগ্রেশন আদালতে বিচারাধীন। যাদের আশ্রয়ের মামলা বিচারাধীন রয়েছে এবং পাঞ্জাবি-ভাষী, তাঁরা ভারত বা পাকিস্তানের অধিবাসী হতে পারে, তার সংখ্যা ২১,৯৬১। এছাড়া হিন্দিভাষী ছিল ৬৭৭০ জন, বাংলাভাষী ছিল ৬৩১৫ জন (ভারত বা বাংলাদেশের অধিবাসী), আর তামিলভাষী ছিল ৩৭৬ জন,(ভারত বা শ্রীলঙ্কার অধিবাসী)