তাপপ্রবাহের জেরে মাত্র ৯ দিনে গলে গেল আন্টার্কটিকার ২০% বরফ(Photo: Wikimedia Commons)

প্রকাশ্যে এল বিশ্ব উষ্ণায়নের (Global Warming) আরও এক জ্বলন্ত উদাহরণ। চলতি মাসের শুরুর দিকে তীব্র তাপপ্রবাহে (Heat Wave) গলদঘর্ম অবস্থা হয় আন্টার্কটিকার উত্তরে। NASA-র তরফ থেকে পাঠানো সেই ছবিও পাঠানো হয়েছে। আর সেই ছবিতে দেখা গিয়েছে, মাত্র ৯ দিনে আন্টার্কটিকার বরফ (Snow) গলে গিয়েছে প্রায় ২০%।

NASA-র তরফ থেকে পাঠানো ছবিতে দেখা গিয়েছে, দ্বীপপুঞ্জের যে জায়গাগুলি বরফের কারণে কোনও সময়েই দেখা যায় না, তা ৯ দিনের তাপপ্রবাহের কারণে উন্মুক্ত হয়ে গিয়েছে। গরমের প্রভাবও পড়েছে যথেষ্ট। নাসার আর্থ অবজারভেটরি জানিয়েছে, মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যেই ইগল আইল্যান্ডের চূড়ার চার ইঞ্চি বরফের আস্তরণ গলে যায়। ম্যাসাচুসেটসের নিকোলস কলেজের জিওলজিস্ট মৌরী পেলটো অবজারভেটরিকে জানিয়েছেন, 'আন্টার্কটিকায় এত তাড়াতাড়ি গলে যাওয়া পুকুর (Pond) কখনও এর আগে দেখিনি। এভাবে বরফ গলে যাওয়ার দৃশ্য আলাস্কা ও গ্রিনল্যান্ডে দেখা গেলেও তা কখনও হয়নি আন্টার্কটিকায়।' বরফ দলে বেরিয়ে এসেছে টলটলে জলের আস্তরণ। চলতি মাসের শুরুর দিকে রেকর্ড উষ্ণতম দিনের সাক্ষী হয় আন্টার্কটিকা। তাপমাত্রা পৌঁছে যায় ৬৪.৯ ডিগ্রি ফারেনহাইটে। ওই দিন একই তাপমাত্রা ছিল লস এঞ্জেলেসেও।আরও পড়ুন: Coronavirus Outbreak In Italy: করোনার থাবায় কাঁপছে ইতালি, বন্ধ ফ্যাশন উইক অপেরা ফুটবল ম্যাচ

সিএনএন-এর খবর অনুযায়ী পরিবেশ বিজ্ঞানী জেভিয়ার ফেটউইসের মতে, এই গ্রীষ্মে সমুদ্রের জলস্তর (Sea Level) বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে এই তাপপ্রবাহ। দীর্ঘ সময় ধরে গরমের কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশ্বের শীতলতম স্থানে কখনও এমন ঘটনা ঘটতে দেখা যায়নি।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Heat Wave In Bihar:বিহারের হাসপাতালে মৃত্যু মিছিল! তীব্র গরমের জেরে মাত্র ২ ঘণ্টায় মৃত ১৬ জন

Heatwave In Delhi: দিল্লির ৫২ ডিগ্রিতে পাখা, এয়ার কুলার ছাড়া বদ্ধ ঘরে বাস, ১০৭ ডিগ্রি জ্বরে মৃত্যু ব্যক্তির শ্রমিকের

Washing Machine Fire: তীব্র গরমে পুড়ে ছাই বারান্দায় রাখা ওয়াশিং মেশিন, দেখুন ভিডিয়ো

Delhi Heatwave: দাবদাহের দিল্লিতে তাপমাত্রা ৫০ ছুঁইছুঁই

Weather Update: তাপপ্রবাহ উত্তর ভারত জুড়ে, ৪৭ ডিগ্রিতে পুড়ছে রাজধানী দিল্লি, জারি লাল সতর্কতা

Heat Wave in India: দেশজুড়ে তীব্র দাবদাহ! লাল সতর্কতা জারি বাংলা সহ ৪ রাজ্যে

Jammu and Kashmir: লাগাতার বৃষ্টি, তুষারপাতে বিপর্যস্ত ভূ-স্বর্গ, সর্বশান্ত হয়ে ত্রাণ শিবিরে ঠাঁই শয়ে শয়ে কাশ্মীরির

Heatwave in Kolkata: তীব্র তাপপ্রবাহ কলকাতায়, পশু-পাখিদের বাঁচাতে বিশেষ ব্যবস্থা নিল আলিপুর চিড়িয়াখানা