Lahore Air Pollution: দিল্লিকে টেক্কা দিয়ে দূষণের বিশ্বরেকর্ড লাহোরের, বন্ধ স্কুল, অফিসে ৫০ শতাংশ উপস্থিতির নির্দেশ
পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের বায়ুদূষণ সব কিছু মাত্রা ছাড়িয়ে গেল। দিল্লিকেও অনেকটা ছাপিয়ে লাহোর-ই এখন বায়ুদূষণে দুনিয়ার এক নম্বর শহর।
লাহোর, ৩ নভেম্বর: Lahore Air Pollution: পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের বায়ুদূষণ সব কিছু মাত্রা ছাড়িয়ে গেল। দিল্লিকেও অনেকটা ছাপিয়ে লাহোর-ই এখন বায়ুদূষণে দুনিয়ার এক নম্বর শহর। লাহোরে এত দূষণ এর আগে কখনও হয়নি। বায়ুদূষণে মানব শরীর যতটা সহ্য করতে পারে,বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মাপদণ্ডের চেয়ে ৮০ গুণ বেশী বায়ুদূষণের মাত্রা এখন লাহোরে। বেলাগাম বাজির দিওয়ালির পর দিল্লিতে বায়ুদূষণের মাত্রা ছিল ৪৫৬।
সেখানে লাহোরে এখন বায়ুদূষণের মাত্রা ১ হাজার ১১৯৪। মানে দিল্লির চেয়ে অন্তত তিন গুণ বেশী বায়ুদূষণ লাহোরে। এমন দূষণে বাড়ির বাইরে বেরিয়ে নি:শ্বাস নেওয়া অত্যন্ত ঝুঁকির। ভারত-পাক সীমান্তের কাছে পাকিস্তানের অঞ্চলে বায়ুদূষণের মাত্রা ১৯০০ ছাড়িয়েছে\
বায়ুদূষণে বিশ্বেরকর্ড লাহোরের
দূষণের হাত থেকে বাঁচতে সোমবার থেকে লাহোরের সব স্কুল ছুটি দেওয়া হয়েছে। রাস্তায় গাড়ির সংখ্যা কমিয়ে দূষণে লাগাম টানতে সরকারী ও বেসরকারী অফিসে ৫০ শতাংশের বেশী কর্মী নিয়ে কাজ করা যাবে না। বেশ কিছু অফিসে দূষণ থেকে বাঁচতে বাড়ি থেকে কাজ বা ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দেওয়া হয়েছে। লাহোরে বায়ুদূষণের মূল কারণগুলি হল-১) দূষণ সংক্রান্ত কোনওরকম নিয়ন্ত্রণ ছাড়াই অবাধে গাড়ি চলাচল, ২) হাজার হাজার ইঁটভাটায় কয়লা পোড়ানো, ৩) জীবাশ্ম জ্বালানি চালিত বিদ্যুত কেন্দ্র, বর্জ্য পদার্থ পোড়ানো।