Antarctic Iceberg: অ্যান্টার্কটিকায় ধসে পড়ল আয়তনে নিউ ইয়র্কের চেয়ে তিন গুন বড় হিমশৈল, পেঙ্গুইনের দেশে বিশ্ব উষ্ণায়নের থাবা
বিশ্ব উষ্ণায়ণের বড় থাবা বসছে অ্যান্টার্কটিকায়। দূষণের গ্রাসে দুনিয়া যত যাচ্ছে ততই বাড়ছে উষ্ণতা, আর ততই গলছে অ্যান্টার্কটিকার বরফ।
বিশ্ব উষ্ণায়ণের বড় থাবা বসছে অ্যান্টার্কটিকায়। দূষণের গ্রাসে দুনিয়া যত যাচ্ছে ততই বাড়ছে উষ্ণতা, আর ততই গলছে অ্যান্টার্কটিকার বরফ। সেখানের বরফ যত গলবে ততই বিপদ বাড়বে মানব সভ্যতার। কারণ বরফ গলা জলা ভেসে যাবে দুনিয়ার বহু শহর। আমাদের কলকাতাও সেই বরফ গলা জলে ভাসার সম্ভাবনা রয়েছে।
তা যাই হোক। বড় আশঙ্কার খবর। অ্যান্টার্কটিকার অন্যতম সবচেয়ে বড় হিমশৈল্য তাসের ঘরের মত ভেঙে পড়ল। বিজ্ঞানীরা এই হিমশৈলের নাম রেখেছিলেন 'A23a'। এর আয়তন ৪ হাজার স্কোয়ার কিলোমিটার। দুনিয়ার অন্যতম বড় শহর নিউ ইয়র্কের চেয়েও এর আয়তন তিন গুণ বড়। বিজ্ঞানীরা আশঙ্কা করেছিলেন, 'A23a'হিমশৈল ভেঙে পড়বে কিন্তু এটা চেয়ে এতটা দ্রুত হবে তা কিছুটা হিসেবেই বাইরের ছিল।
দেখুন ছবিতে
দেখুন ছবিতে
যেভাবে অ্যান্টার্কটিকায় হিমশৈল্য ভাঙছে, তাতে সবার কপালেই চিন্তার ভাঁজ। বরফ গলে জল, আর সেই জল থেকে গোটা দুনিয়ায় বন্যা। এমনটা শুধু আর হলিউড সিনেমার রোমহর্ষক দৃশ্য নয়, বরং কঠোর বাস্তব হতে পারে।