Ernando Piveta: করোনাকে হারিয়ে ফের জয়ী ব্রাজিলের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনা নায়ক আরনান্দো পিভেতা
এবার মারণ রোগ করোনাকে হারিয়ে বেঁচে ফিরলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনা লিউটেন্যান্ট আরনান্দো পিভেতা (Ernando Piveta)। ৯৯ বছরের আরনান্দোকে মিলিটারি অনার দিয়ে ব্রাসিলিয়ার হাসপাতাল থেকে ছাড়া হল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আফ্রিকাতে ব্রাজিলিয়ান আর্টিলারির হয়ে লড়েছেন লিউটেন্যান্ট আরনান্দো পিভেতা। ব্রাসিলিয়ার হাসপাতাল থেকে ছাড়ার সময় নার্স ও চিকিৎসকরা তাঁকে মিলিটারি সম্মানে করতালিতে অভিবাদন জানান। তিনিও আট দিন চিকিৎসাধীন থাকার পর সেনার সবুজরঙা টুপি মাথায় দিয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে হাসপাতাল ছাড়েন।
ব্রাসিলিয়া, ১৫ এপ্রিল: এবার মারণ রোগ করোনাকে হারিয়ে বেঁচে ফিরলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনা লিউটেন্যান্ট আরনান্দো পিভেতা (Ernando Piveta)। ৯৯ বছরের আরনান্দোকে মিলিটারি অনার দিয়ে ব্রাসিলিয়ার হাসপাতাল থেকে ছাড়া হল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আফ্রিকাতে ব্রাজিলিয়ান আর্টিলারির হয়ে লড়েছেন লিউটেন্যান্ট আরনান্দো পিভেতা। ব্রাসিলিয়ার হাসপাতাল থেকে ছাড়ার সময় নার্স ও চিকিৎসকরা তাঁকে মিলিটারি সম্মানে করতালিতে অভিবাদন জানান। তিনিও আট দিন চিকিৎসাধীন থাকার পর সেনার সবুজরঙা টুপি মাথায় দিয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে হাসপাতাল ছাড়েন।
সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়ে ব্রাজিলে ফিরেছিলেন লিউটেন্যান্ট আরনান্দো পিভেতা। এবারও মারণ ভাইরাস করোনার বিরুদ্ধে জয় সুনিশ্চিত করে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এই নবতীপর সেনানায়ক। ব্রাজিলের সেনার তরফে এক বিবৃতিতে জানান হয়েছে, “লিউটেন্যান্ট আরনান্দো পিভেতা আরও এক যুদ্ধে জয়ী হলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রাজিলীয় সেনা ইটালির মন্টিজে সফল অভিযান চালিয়েছিল। আরনান্দো পিভেতা যেদিন হাসপাতাল থেকে ছাড়া পেলেন, সেদিনই মন্টিজে সফল অভিযানের ৭৫ বছর পূর্ণ করলব্রাজিলের সেনাবাহিনী।” আরও পড়ুন-UN Chief Antonio Guterres: এখন মহামারী করোনার বিরুদ্ধে লড়াইয়ের সময়, ট্রাম্পের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে রাষ্ট্রপুঞ্জ
উল্লেখ্য, ব্রাজিলীয় সেনার চার নম্বর আর্টিলারি রেজিমেন্টে ছিলেন লিউটেন্যান্ট আরনান্দো পিভেতা। ১৯৪২ সাল নাগাদ ডাকারে এই রেজিমেন্টের প্রশিক্ষণ চলে। এরপরই জোট শরিক হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় ব্রাজিল। সেই সময় দেশে রক্ষায় পুরো বাহিনী নিয়ে ব্রাজিলে ফিরে আসেন লিউটেন্যান্ট আরনান্দো পিভেতা। যেমনটা আগে কখনও ঘটেনি। এদিকে মহামারী করোনায় লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে ব্রাজিল সবথেকে খারাপ অবস্থায় রয়েছে। সেখানে মৃতের সংখ্যা ১ হাজার ৫৩২ ছাড়িয়েছে।