West Bengal Weather Update: হেমন্তের সকালে শীতের পরশ, বুধবার দেশ থেকে বিদায় নিচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু

আজ বুধবার এবারের মতো দেশ থেকে বিদায় নিচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমিবায়ু। সেই সুযোগেই বঙ্গে ঢুকছে উত্তরে বাতাস। সপ্তমীতে দিনভর আকাশ মেঘলা থাকার পর আর উৎসবের দিনগুলিতে বৃষ্টি সেভাবে বেগ দেয়নি বঙ্গবাসীকে। রাতের দিকে তাপমাত্রাও নামছে। হেমন্তের পড়ন্ত বেলায় একটা শীতশীত (Winter) ভাব যতদিন যাবে ততই জাঁকিয়ে বসবে। একটি পশ্চিমি ঝঞ্ঝার হাত ধরে কাশ্মীর, সিকিমে মরসুমের প্রথম তুষারপাতও হয়েছে। সবমিলিয়ে হাজির হেমন্ত। এখনই শীত আসেনি, তবে খুব শিগগির যে সে এসে পড়বে তাতে কোনও সন্দেহ নেই।

আবহাওয়া উন্নতি হতে পারে। (Photo Credits: Pixabay)

কলকাতা, ২৮ অক্টোবর: আজ বুধবার এবারের মতো দেশ থেকে বিদায় নিচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমিবায়ু। সেই সুযোগেই বঙ্গে ঢুকছে উত্তরে বাতাস। সপ্তমীতে দিনভর আকাশ মেঘলা থাকার পর আর উৎসবের দিনগুলিতে বৃষ্টি সেভাবে বেগ দেয়নি বঙ্গবাসীকে। রাতের দিকে তাপমাত্রাও নামছে। হেমন্তের পড়ন্ত বেলায় একটা শীতশীত (Winter) ভাব যতদিন যাবে ততই জাঁকিয়ে বসবে। একটি পশ্চিমি ঝঞ্ঝার হাত ধরে কাশ্মীর, সিকিমে মরসুমের প্রথম তুষারপাতও হয়েছে। সবমিলিয়ে হাজির হেমন্ত। এখনই শীত আসেনি, তবে খুব শিগগির যে সে এসে পড়বে তাতে কোনও সন্দেহ নেই। তবে অক্টোবরের শেষ দিন থেকে আবার আকাশের চরিত্র বদলাবে। বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত পেয়েছেন আবহবিদরা।

এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে দখিনা বাতাসের আনাগোনা বাড়বে। ফলে আকাশ মেঘলা হবে। নভেম্বরের শুরুতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও থাকবে। ফলে সে সময় রাতের তাপমাত্রা বেড়ে ২৩-২৪ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। নিম্নচাপ শেষ হলে ফের ফিরবে হিমেল হাওয়া। ১২ অক্টোবর নাগাদ কলকাতা থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা। তার পর ঘূর্ণিঝড় মরসুম। তার ফাঁকে ফাঁকে উত্তরের শুকনো বাতাসের আনাগোনা শুরু হয়ে যায় বাংলায়। যেমন, ২০১১ সালে অক্টোবরেই পারদ নেমে গিয়েছিল ১৮.৯ ডিগ্রিতে। ২০১৮ সালে ২০ ডিগ্রিতে। এ বার দিনকয়েক আগে পর্যন্তও রাতের তাপমাত্রা ২৫-২৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছিল। যার অন্যতম কারণ সাগরে পর পর নিম্নচাপ। আরও পড়ুন-Bihar Assembly Elections 2020: বিহারে শুরু রাজনৈতিক মহারণ, প্রথম দফার ভোট গ্রহণ হচ্ছে ৭১টি আসনে

আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ভোরে আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ২১.১ ডিগ্রি সেলসিয়াসে। চলতি সময়ের স্বাভাবিকের চেয়ে দু'ডিগ্রি কম। দমদমে তাপমাত্রা নামে ২১.৯ ডিগ্রিতে, সল্টলেকে ২২ ডিগ্রিতে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে পারদ নেমেছে ২০ ডিগ্রির নীচে। আবহবিদরা জানিয়েছেন, আপাতত শুক্রবার পর্যন্ত আবহাওয়া শুকনো থাকবে। কম থাকবে রাতের তাপমাত্রা। যেমন, কলকাতার তাপমাত্রা ২০-২১ ডিগ্রির আশপাশেই থাকবে।