West Bengal Weather: জোড়া নিম্নচাপের ভ্রুকুটি, কালীপুজোয় ভারী বৃষ্টির খাঁড়া, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া

নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। উত্তাল হতে পারে সমুদ্র। তাই এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Rain, Representational Image (Photo Credit: Pixabay)

দুর্গাপুজো (Durga Puja 2024) মিটতে না মিটতেই ফের বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে। কালীপুজোয় ভাসতে চলেছে বাংলা। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের (Cyclone) পূর্বাভাস শোনাল আলিপুর হওয়া অফিস। শনিবার সকাল থেকে রাজ্যের জেলায় জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে (West Bengal Weather)।

আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যার প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আন্দামান সাগরে একটি উচ্চ বায়ু ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। যা ২০ অক্টোবরের দিকে শুরু হতে পারে এবং ২২ অক্টোবরের দিকে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের চেহারা নেবে। যার প্রভাবে ২৪ অক্টোবর পর্যন্ত রাজ্যের সমস্ত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জোড়া নিম্নচাপের জেরে রাজ্যবাসী কালীপুজোর আনন্দ পুন্ডুল হওয়ার আশঙ্কা করছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ অন্ধকার করে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। আগামীকাল রবিবার বৃষ্টি কিছুটা কমতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। উত্তাল হতে পারে সমুদ্র। তাই এই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও সোমবার থেকে ফের বৃষ্টি বাড়বে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। সামনেই কালীপুজো (Kali Puja 2024) তার আগে রাজ্যজুড়ে জোড়া নিম্নচাপের পূর্বাভাস পেয়ে স্বাভাবিক ভাবেই হতাশ বঙ্গবাসী।



@endif