West Bengal Municipal Election 2020: পুরভোটের খরচ হবে ১৭৫ কোটি, সরকারকে চিঠি দিয়ে জানাল নির্বাচন কমিশন
রাজ্যে পৌরভোটের (West Bengal Municipal Election 2020) জন্য খরচ হবে ১৭৫ কোটি টাকা। পৌর দপ্তরকে (Municipal Affairs Department) চিঠি দিয়ে এই হিসেব জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি পুরদমে শুরু হয়ে গেছে। জেলাশাসকদের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে কমিশন। প্রশাসনের তরফে মুখ্যসচিবও জেলাশাসকদের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ রেখে চলতে নির্দেশ দিয়েছেন।
কলকাতা, ৬ মার্চ: রাজ্যে পৌরভোটের (West Bengal Municipal Election 2020) জন্য খরচ হবে ১৭৫ কোটি টাকা। পৌর দপ্তরকে (Municipal Affairs Department) চিঠি দিয়ে এই হিসেব জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি পুরদমে শুরু হয়ে গেছে। জেলাশাসকদের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে কমিশন। প্রশাসনের তরফে মুখ্যসচিবও জেলাশাসকদের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ রেখে চলতে নির্দেশ দিয়েছেন।
২৪ ঘণ্টার খবর অনুযায়ী, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, লোকসভা ভোটের পুরো খরচ দেয় কেন্দ্রীয় সরকার। বিধানসভা ভোটের খরচ দিতে হয় রাজ্য সরকারকে। পঞ্চায়েত ভোটের খরচ দেয় পঞ্চায়েত দপ্তর। আর পৌরভোটের খরচ দিতে হয় পৌর ও নগর উন্নয়ন দপ্তরকে। নির্বাচন কমিশনের চিঠির মধ্যে শুরু হয়ে গেল সেই টাকা দেওয়ার প্রক্রিয়া। পৌর ও নগর উন্নয়ন দপ্তর এখন এই টাকা রাজ্য নির্বাচন কমিশনকে পাঠাবে। তারপর কমিশন থেকে তা জেলায় জেলায় পাঠানো হবে। সব মিলিয়ে দোল মিটে গেলে ভোটের প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে যাবে। অপেক্ষা এখন শুধু দিন ঘোষণার। আরও পড়ুন: Governor Jagdeep Dhankhar: 'রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক', অমিত শাহের সঙ্গে দেখা করে বললেন রাজ্যপাল
দ্য ওয়েস্টবেঙ্গল স্টেট ইলেকশন কমিশন অ্যাক্ট, ১৯৯৪-র ৮ নম্বর ধারা অনুযায়ী ভোটের দিনক্ষণ ঠিক করে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি জারি করে কমিশন। রাজ্য সরকার দিনক্ষণ স্থির করে, তা জানিয়ে চিঠি দেওয়ার পর বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তি জারির ২৫ থেকে ২৮ দিন পর যেকোনও দিন ভোট করা যেতে পারে। সেই হিসেব অনুযায়ী ১২ এপ্রিল থেকে ভোট প্রক্রিয়া শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।