Ministers of West Bengal: অর্থ মন্ত্রী হলেন অমিত মিত্রই, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন ব্রাত্য বসু; মুখ্যমন্ত্রীর হাতে স্বরাষ্ট্র
মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রীর তালিকা প্রকাশিত। অর্থমন্ত্রী হলেন অমিত মিত্রই। বনমন্ত্রীর দায়িত্ব পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিদ্যুৎ মন্ত্রী হলেন অরূপ বিশ্বাস। কৃষি মন্ত্রীর দায়িত্ব পেলেন শোভনদেব চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন ব্রাত্য বসু। পঞ্চায়েত মন্ত্রী থাকছেন সুব্রত মুখ্যোপাধ্যায়ই। পরিষদীয় মন্ত্রী ও শিল্প, তথ্য ও প্রযুক্তি মন্ত্রিত্ব পেলেন পার্থ চট্টোপাধ্যায়। কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। আইন মন্ত্রী মলয় ঘটক। বঙ্কিমচন্দ্র হাজরা সুন্দরবন বিষয়ক মন্ত্রী। সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। খাদ্য মন্ত্রী রথীন ঘোষ। পরিবহন ও আবাসন মন্ত্রিত্বের দায়িত্ব পেলেন ফিরহাদ হাকিম। ক্রেতা সুরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেলেন সাধন পাণ্ডে।
কলকাতা, ১০ মে: মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রীর তালিকা প্রকাশিত। অর্থ মন্ত্রী (Finance Minister) হলেন অমিত মিত্রই (Amit Mitra)। পাশাপাশি তাঁকে দেওয়া হল পরিকল্পনা ও সংখ্যতত্ত্ব। বন মন্ত্রীর দায়িত্ব পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিদ্যুৎ মন্ত্রী হলেন অরূপ বিশ্বাস। কৃষি মন্ত্রীর দায়িত্ব পেলেন শোভনদেব চট্টোপাধ্যায়। স্কুল শিক্ষা ও উচ্চ শিক্ষা মন্ত্রীর (Education Minister) দায়িত্ব পেলেন ব্রাত্য বসু (Bratya Basu)। পঞ্চায়েত মন্ত্রী থাকছেন সুব্রত মুখ্যোপাধ্যায়ই, ও গ্রামোন্নয়ন এবং শিল্প পুনর্গঠন-র দায়িত্বও তাঁর ওপর।
পরিষদীয় মন্ত্রী ও শিল্প, তথ্য ও প্রযুক্তি মন্ত্রিত্ব পেলেন পার্থ চট্টোপাধ্যায়। কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। আইন মন্ত্রী মলয় ঘটক। বঙ্কিমচন্দ্র হাজরা সুন্দরবন বিষয়ক মন্ত্রী। সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। খাদ্য মন্ত্রী রথীন ঘোষ। পরিবহন ও আবাসন মন্ত্রিত্বের দায়িত্ব পেলেন ফিরহাদ হাকিম। ক্রেতা সুরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেলেন সাধন পাণ্ডে।
আরও পড়ুন, 'কোভিড পরিস্থিতিকে অগ্রাধিকার', ঘোষণা মমতা বন্দোপাধ্যায়ের
বিদ্যুৎ মন্ত্রিত্বের পাশাপাশি অরূপ বিশ্বাসকে দেওয়া হল শক্তি, ক্রীড়া ও যুবকল্যাণ দফতরও। সমবায় মন্ত্রী অরূপ রায়। মানস ভূঁইয়া জলসম্পদ মন্ত্রী। নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পেলেন শশী পাঁজাই। সিদ্দিকুল্লা চৌধুরী গ্রন্থাগার মন্ত্রী। বিপর্যয় মোকাবিলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জাভেদ খান। জন স্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। প্রাণীসম্পদ উন্নয়নমন্ত্রী স্বপন দেবনাথ। পুর-নগরোন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ইন্দ্রনীল সেন পেলেন পর্যটন, তথ্য-সংস্কৃতি দপ্তরের দায়িত্ব।
মুখ্যমন্ত্রীর হাতে যে মন্ত্রিত্বের দায়িত্বগুলি রইল তা হল- স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, ভূমি- ভূমিসংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন, তথ্য ও সংস্কৃতি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অখিল গিরি পেলেন মৎস্য দফতর। রত্না দে নাগকে দেওয়া হয়েছে পরিবেশ দফতর। হুমায়ুন কবীর কারিগরি শিক্ষা। কেশপুরের বিধায়ক শিউলি সাহা হচ্ছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী। একগুচ্ছ নতুন মুখ জায়গা করে নিল প্রতিমন্ত্রী হিসেবে।
গত ৫ মে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন৷ সেদিনও অত্যন্ত সংক্ষিপ্তকারে হয়েছিল শপথগ্রহণ অনুষ্ঠান৷ সোমবার অর্থাৎ আজ ১০ মে মাত্র সাত মিনিটে শপথ নিয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ৪৩ জন সদস্য৷ এদের মধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী৷ বাকি ১৯ জন প্রতিমন্ত্রী৷ আবার এই প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন স্বাধীন দপ্তরও পেলেন৷ রবিবারই ৪৩ জন ক্যাবিনেট মন্ত্রীর নামের তালিকা রাজভবনে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ আজ শপথের সময় দেখা গিয়েছে নতুন মন্ত্রিসভায় পুরোনোদের ভিড় অনেকটাই বেশি৷ এবারের মন্ত্রিসভায় ১৬ জন নতুন মুখকে বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)