WB Panchayat Election Result: যে সব জেলা পরিষদে লড়াই হাড্ডাহাড্ডি বলে মনে করা হচ্ছে

রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশী নজরে থাকা জেলা পরিষদের ফলের দিকেই।

West Bengal Election Commission. (Photo Credits: File)

রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশী নজরে থাকা জেলা পরিষদের ফলের দিকেই। রাজ্যের ২০টি জেলা পরিষদের মধ্যে তৃণমূল কংগ্রেসের থেকে কোনও জেলা বিরোধীরা ছিনিয়ে নিতে পারে কি না সেই দিকে নজর সবার।

এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলা পরিষদে কারা এগিয়ে

তৃণমূল এগিয়ে যেসব জেলা পরিষদে- হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর।

লড়াই হাড্ডাহাড্ডি যেখানে- পূর্ব মেদিনীপুর, নদিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার।

বিজেপি এগিয়ে যেসব জেলা পরিষদে- মালদা, কোচবিহার, পুরুলিয়া, জলপাইগুড়ি।

সিপিএম লড়াই দিতে পারে যেসব জেলা পরিষদে- নদিয়া, উত্তর ২৪ পরগনা

কংগ্রেস লড়াই দিতে পারে যে সব জেলা পরিষদে- মুর্শিদাবাদ, মালদা,পুরুলিয়া।

মঙ্গলবার সকাল ৮ টা থেকে শুরু হয়েছে গণনা। প্রথমে গ্রাম পঞ্চায়েত, এরপর পঞ্চায়েত সমিতি ও সব শেষে জেলা পরিষদের ভোট গণনা হবে। গণনা চলতে পারে ১২ জুলাই অর্থাৎ বুধবার পর্যন্ত। প্রত্যেক স্তরে দু রাউন্ড করে অর্থাৎ মোট ৬ রাউন্ড গণনা হবে। কোন জেলায়, কতগুলি স্ট্রং রুম রয়েছে দেখে নেব এক নজরে?

আলিপুরদুয়ার- ৬ টি বাঁকুড়া- ২২ টি, বীরভূম- ১৯ টি, কোচবিহার- ১২ টি, দক্ষিণ দিনাজপুর- ৮ টি, দার্জিলিং- ৫ টি, হুগলি- ১৮ টি, হাওড়া- ১৪ টি, জলপাইগুড়ি- ১০ টি, ঝাড়গ্রাম- ৮ টি, কালিম্পং- ৪ টি, মালদা- ১৫ টি, মুর্শিদাবাদ- ২৬ টি, নদিয়া- ১৮টি, উত্তর ২৪ পরগনা- ২২টি, পশ্চিম বর্ধমান- ৮টি, পূর্ব বর্ধমান- ২৩ টি, পশ্চিম মেদিনীপুর- ২১ টি, পূর্ব মেদিনীপুর- ২৫ টি, পুরুলিয়া- ২০ টি, দক্ষিণ ২৪ পরগনা- ২৮, উত্তর দিনাজপুর- ৮টি