Bengal Day Controversy: পয়লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ঘোষণার তীব্র বিরোধিতা শুভেন্দুর, ভিডিয়োতে শুনুন বিরোধী দলনেতার বক্তব্য
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পয়লা বৈশাখকে রাজ্য বা বাংলা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাশ করিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
কলকাতা: বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় (West Bengal assembly) পয়লা বৈশাখকে (Poila Baisakh) রাজ্য বা বাংলা দিবস (Bengal Day) হিসেবে পালনের প্রস্তাব পাশ করিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। বঙ্গ বিজেপির (WB BJP) তীব্র বিরোধিতা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনঢ় থেকে এই সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee's Government)। আর এর জেরেই রাজ্য সরকার ও শাসকদল তৃণমূল কংগ্রেসকে (TMC) তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা (WB LOP) ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক (Nandhigram BJP MLA) শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
রাজ্যপালের (Governor) সঙ্গে দেখা করে আসার পর আসানসোলের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল-সহ অন্যান্য় বিজেপি বিধায়কের সঙ্গে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে তৃণমুলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। এপ্রসঙ্গে বলেন, "এটা সংবিধানের ক্ষেত্রে খুবই অবমামনাকর ও তাকে চ্যালেঞ্জ করার বিষয়। রাজ্যপাল পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে আগেই ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত ২০ জনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মান্যতা দিয়ে টুইট করে অভিনন্দন জানিয়েছেন। তারপরেও রাজ্যের এই নির্লজ্জ পদক্ষেপ অত্যন্ত নিন্দনীয়।"আরও পড়ুন: Bangla Dibas: পয়লা বৈশাখেই বাংলা দিবস, ঘোষণা মমতার
দেখুন ভিডিয়ো: