দেশের প্রায় সমস্ত রাজ্যেই ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) রিলিজ করেছে। তবে শুধু বাংলাতেই কোনও হল বা মাল্টিপ্লেক্সে মুক্তি পায়নি এই ছবিটি। সরকারী কোনও বিধিনিষেধ ছিল না ঠিকই, তবে কোনও হলই এই সিনেমাকে প্রদর্শিত করতে রাজি ছিল না। যার ফলে নির্ধারিত দিনে এই রাজ্যের কোনও হলেই মুক্তি পায়নি সিনেমাটি। তবে এবার বঙ্গ বিজেপি নেতাদের সমর্থনে বানানো একটি সংগঠন ‘খোলা হাওয়া’ জাতীয় গ্রন্থাগারে বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করেছে। শনিবার বিকেল ৪টে নাগাদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবন প্রেক্ষাগৃহে এই প্রাইভেট স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়।
ছবি প্রদর্শনীতে হাজিত বিবেক অগ্নিহোত্রী
এদিন এই প্রদর্শনীর জন্য মুম্বই থেকে কলকাতা উড়ে আসেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, তাঁর স্ত্রী তথা ছবির অন্যতম অভিনেত্রী পল্লবী যোশী। প্রদর্শনের সময়ও হাজির ছিলেন তিনি। এছাড়া বিজেপি নেতৃত্বেরও উপস্থিতি দেখা যায় এই শো-তে। যদিও ট্রেলার লঞ্চের সময় যেভাবে পুলিশি বাধা দেওয়া হয়েছিল, সেরকম কোনও বাধা পাওয়া আশঙ্কা করছিলেন ছবির নির্মাতা ও আয়োজকরা। তবে শেষমেশ শান্তিপূর্ণভাবেই এই প্রাইভেট স্ক্রিনিং হয়।
দেখুন বিবেক অগ্নিহোত্রীর মন্তব্য
VIDEO | Kolkata: On The Bengal Files, director Vivek Agnihotri said, “It is a matter of great joy that this film is being screened at the National Library. However, it is also disheartening that, despite being set in Bengal, people of the state are being prevented from watching… pic.twitter.com/Dt1jGhLQ88
— Press Trust of India (@PTI_News) September 13, 2025
খুশি দ্য বেঙ্গল ফাইলসের পরিচালক
ছবির স্ক্রিনিংয়ের পর বিবেক জানান, ”আমি অত্যন্ত খুশি যে বাংলার মানুষ কলকাতায় বসে সিনেমাটি দেখতে পাচ্ছেন। এই ছবি মূলত বাংলার মানুষের জন্যই বানানো হয়েছিল। তবে আরও খুশি হতাম যদি রাজ্যের সমস্ত মানুষ হলে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে দেখতে পাচ্ছেন না। তাঁদের আটকানো হচ্ছে”। প্রসঙ্গত, খোলা হাওয়ার সভাপতি তথা বিজেপির প্রাক্তন সাংসাদ স্বপন দাশগুপ্ত বলেন, “এটি একটি সেন্সর বোর্ডের অনুমোদিত একটি ছবি। কিন্তু এখানে তা মুক্তিতে বাধা দেওয়া হয়েছে। তাই এই প্রাইভেট স্ক্রিনিংয়ের ব্যবস্থা। জাতীয় গ্রন্থাগার কেন্দ্রের। তাঁরা অনুমতি দিয়েছে বলেই এই আয়োজন করা হয়েছে”।