কলকাতা, ২ সেপ্টেম্বর: 'দ্য বেঙ্গল ফাইলস' (The Bengal Files) নিয়ে জোর তরজা শুরু হয়েছে। দ্য বেঙ্গল ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) কলকাতায় (Kolkata) পৌঁছলে, তা নিয়ে জের বিতর্ক শুরু হয়। আর এসবের মাঝে এবার দ্য বেঙ্গল ফাইলসকে যাতে পশ্চিমবঙ্গে (West Bengal) নিষিদ্ধ করা না হয়, তার আবেদন জানালেন বিবেক অগ্নিহোত্রী। পরিচালক বলেন, এই ছবির শিল্পসত্ত্বাকে দেখুন। রাজনৈতিক মতাদর্শকে নয়।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবেক অগ্নিহোত্রী নিজের আবেদন জানান মুখ্যমন্ত্রীর (West Bengal CM Mamata Banerjee) কাছে। পরিচালক বলেন, ছবির বিষয়বস্তু দেখে তবেই যে কোনও সিদ্ধান্ত নিন দর্শক। তাই এই ছবিকে যাতে বাংলায় নিষিদ্ধ করা না হয়, তার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে জানান দ্য বেঙ্গল ফাইলসের পরিচালক।
১৯৪৬ সালের 'দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের' উপর নির্ভর করে এই বেঙ্গল ফাইলস তৈরি বলে পরিচালকের তরফে জানানো হয়। ছবিতে রয়েছেন, মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, সিমরত কউর, নামোষি চক্রবর্তী, পল্লবী যোশী, সৌরভ দাস, শাশ্বত চট্টোপাধ্যায়রা।
প্রসঙ্গত এর আগে বিবেক অগ্নিহোত্রীর ছবি কাশ্মীর ফাইলস নিয়েও জোর বিতর্ক শুরু হয়। দ্য কেরালা স্টোরি নিয়েও কম বিতর্ক হয়নি। যদিও এই ছবির পরিচালক বিবেক ছিলেন না। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের হাত ধরে মুক্তি পায় দ্য কেরালা স্টোরি। আর এবার বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্য বেঙ্গল ফাইলস নিয়ে জোর বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।