Tagore Songs In Thousand Voice: ৫ বছরের প্রচেষ্টার অবসান, সঙ্গীত ভারতী মুক্তধারার প্রয়াসে কলকাতায় অনুষ্ঠিত হাজার কণ্ঠে সম্মেলক রবীন্দ্রসঙ্গীত (দেখুন ভিডিও)
রবিবার (১৮ জুন) কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ‘হাজার কণ্ঠে সম্মেলক রবীন্দ্রসঙ্গীত’। অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও ১১টি রাজ্যের বাঙালি এবং অবাঙালি শিল্পীরা।
রবিবার (১৮ জুন) কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ‘হাজার কণ্ঠে সম্মেলক রবীন্দ্রসঙ্গীত’। অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও ১১টি রাজ্যের বাঙালি এবং অবাঙালি শিল্পীরা।সঙ্গীত ভারতী মুক্তধারার এই রবীন্দ্রযজ্ঞে এমন অনেক শিল্পীই অংশগ্রহণ করেছেন যাদের মাতৃভাষাও বাংলা নয়।সঙ্গীতশিল্পী অরন্ধতী দেবের পৃষ্ঠপোষকতায় কলকাতায় সেই অনুষ্ঠান সম্পন্ন হল, যার পৌরহিত্য করলেন শিল্পী শ্রীকান্ত আচার্য। কলকাতা, দিল্লি, মুম্বই তো বটেই দেশের আরও নানান শহরের শিল্পীরা সমবেত হয়ে এক সুরে, এক ছন্দে গাইলেন রবীন্দ্রগান।এর আগে ২০১৫ সালে কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত 'Echoes of Gitanjali' নামক হাজার কন্ঠে সম্মেলক রবীন্দ্রসংগীত-এর আয়োজন করেছিল সঙ্গীত ভারতী মুক্তধারা
‘হাজার কণ্ঠে সম্মেলক রবীন্দ্রসঙ্গীত’ এই অনুষ্ঠানের মহড়া শুরু হয় ২০১৯ সাল থেকে, উদ্যোক্তাদের পরিকল্পনা ছিল,২০২১ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তিতে ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০২১ সালেই এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। কিন্তু, করোনা অতিমারি পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।দীর্ঘ বিলম্বের পর অবশেষে ২০২৩ সালে পরিণতি পেল সঙ্গীত ভারতী মুক্তধারার পরিকল্পনা।
রোববারের সন্ধ্যায় হাজার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গেই সমন্বয় ঘটল এক অভিনব রবীন্দ্র নৃত্যশৈলীরও। কলকাতা সাক্ষী থাকল নটরাজ ঋতুরঙ্গশালার। যেখানে মিলেমিশে একাকার হয়ে গেল রবীন্দ্রনাথের গান, কবিতা এবং নাচ। নেতাজি ইন্ডোরে কবিগুরুর জীবন এবং স্বপ্নকে উদযাপনের এই আনন্দ উপভোগ করলেন আসমুদ্রহিমাচলের রবীন্দ্র অনুরাগীরা।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)