Private Bus To Run From Monday In Kolkata: সোমবার থেকে রাস্তায় বেসরকারি বাস, তবে বাড়তি ভাড়া নয়: পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী
সোমবার থেকে পথে নামছে বেসরকারি বাস (Private Bus )। সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৫টি রুটে চলবে বাস। তবে বেসরকারি বাস বাড়তি ভাড়া নিতে পারবে না। বাসে ২০জন যাত্রীর বেশি নেওয়া যাবে না। জানিয়ে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, ট্যাক্সির ক্ষেত্রে দুজন যাত্রীর অনুমতি থাকলেও মিটারে যা উঠবে সেই ভাড়া দিতে হবে। এক্ষেত্রে কোনও সমস্যা নেই। তিনি বলেছেন, কনটেইনমেন্ট জোন বাদে নামবে ১ হাজার ওলা-উবের।
কলকতা, ১৫ মে: সোমবার থেকে পথে নামছে বেসরকারি বাস (Private Bus )। সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৫টি রুটে চলবে বাস। তবে বেসরকারি বাস বাড়তি ভাড়া নিতে পারবে না। বাসে ২০জন যাত্রীর বেশি নেওয়া যাবে না। জানিয়ে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, ট্যাক্সির ক্ষেত্রে দুজন যাত্রীর অনুমতি থাকলেও মিটারে যা উঠবে সেই ভাড়া দিতে হবে। এক্ষেত্রে কোনও সমস্যা নেই। তিনি বলেছেন, কনটেইনমেন্ট জোন বাদে নামবে ১ হাজার ওলা-উবের।
রাজ্যে গ্রিন জোনগুলিতে ২০ জন যাত্রী নিয়ে বেসরকারি বাস চলতে পারবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু বেসরকারি বাস মালিকরা জানান, কম যাত্রী নিয়ে তাঁরা বাস চালাতে পারবেন না৷ এর পরই রাজ্য সরকারের তরফে বেসরকারি বাস মালিক সংগঠনগুলিকে ভাড়া ঠিক করতে বলা হয়৷ কিন্তু দেখা যায়, বাস মালিক সংগঠনগুলির নিজেদের মধ্যেই নতুন ভাড়া নিয়ে বিভাজন রয়েছে৷ এক একটি সংগঠন এক একরকম ভাড়া ঠিক করে পরিবহণ দফতরে জমা দেয়৷ সেই প্রস্তাব অনুযায়ী বেসরকারি বাসে উঠলেই ন্যূনতম ২০ টাকা ভাড়া দাবি করা হয়৷ মিনিবাসগুলির জন্য আরও বেশি ভাড়া দাবি করা হয়৷ আরও পড়ুন: Kolkata: সোমবার থেকে চালু হচ্ছে হলুদ ট্যাক্সি, ভাড়া বাড়তে পারে ৩০ শতাংশ
আজ বিপুল এই ভাড়া বৃদ্ধির দাবি খারিজ করে দিল সরকার। মন্ত্রী বলেন, লকডাউনের জেরে মানুষ এমনিতেই পর্যুদস্ত। সোমবার থেকে সরকারি বাসের সংখ্যা বাড়বে। সরকারি বাস সমস্ত গুরুত্বপূর্ণ রুটে চালানো হবে। সরকারি জলপথে যাতায়াত শুরু করার উদ্যোগ শুরু হয়েছে। কেউ সহযোগিতা না করলেও সমস্যা হবে না। বাস মালিকরা বাস না নামালে সরকার জোর করবে না। বেসরকারি বাস যদি রাস্তায় না নামে তাহলে বাড়তি সরকারি বাস নামিয়ে সেই ঘাটতি পুষিয়ে দেওয়া হবে৷ ভাড়া বৃদ্ধি ছাড়া বেসরকারি বাস মালিকদের বাকি সবরকম সহযোগিতা করতে সরকার তৈরি বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী৷