নোয়াখালি হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে তৈরি হয়েছে বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। শনিবার মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির ট্রেলার। কিন্তু ট্রেলার প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বাধার সম্মুখীন হন নির্মাতারা। যে কারণে বাধ্য হয়ে অনুষ্ঠান বাতিল করতে হয় তাঁদের। বিবেক অগ্নিহোত্রীদের অভিযোগ, রাজ্যের শাসক দলের হুমকিতে ট্রেলার লঞ্চে বাধা দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। এমনকী পুলিশ এসেও অনুষ্ঠান বাতিল করতে বলছে। এদিকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিকে বিজেপির ছবি বলে কটাক্ষ করছে একদল মানুষ। এই মন্তব্যে কড়া প্রতিবাদ জানিয়েছে বিজেপি নেতা তথা ছবির অভিনেতা মিঠুন চক্রবর্তী।
কী বলছেন অভিনেতারা?
তিনি বলেন, এটা কোথায় বিজেপির ছবি? এই ছবি নিয়ে বিজেপি মেরুকরণের কার্ড খেলবেই বা কেন। নোয়াখালি হত্যাকাণ্ড নিয়ে এই ছবিটি বানানো হয়েছে। সেই ঘটনা নিয়ে আমাদের যুবসমাজের জানা উচিত। তাই এই সিনেমা বানানো হয়েছে। অন্যদিকে, ছবির অভিনেত্রী পল্লবী যোশীর মতে, আমরা কাশ্মীরে গিয়ে কাশ্মীরল ফাইলস শ্যুট করে এসেছি। আমরা জানি কাশ্মীরের থেকে বাংলার অবস্থা অনেক ভালো। কিন্তু এখন দেখছি এথানে পুরো উল্টো ব্যাপার। বাংলায় কী হচ্ছে, এটা সকলের জানা উচিত।
দেখুন মিঠুন চক্রবর্তীর বক্তব্য
West Bengal: On the film 'The Bengal Files', BJP Leader Mithun Chakraborty says, "Why would the BJP play the Meru Karan card? Did the BJP make the movie The Bengal Files? This is a film about the Noakhali massacre" pic.twitter.com/xbO77b3gg7
— IANS (@ians_india) August 16, 2025
দেখুন পল্লবী যোশীর বক্তব্য
#WATCH | West Bengal | A ruckus erupted during the release of 'The Bengal Files' trailer in Kolkata today. Actor Pallavi Joshi alleges the trailer launch was not allowed.
Actor Pallavi Joshi says, " I absolutely did not like the way my film was stopped. Is there freedom of… pic.twitter.com/nKC3ACIV7a
— ANI (@ANI) August 16, 2025
বিতর্কে ‘দ্য বেঙ্গল ফাইলস’
প্রসঙ্গত, চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি। তবে ট্রেলার লঞ্চের আগে থেকেই বিতর্ক সৃষ্টি হয়েছে ছবিটি ঘিরে। টিজার রিলিজের পর ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছিল। তারপর ট্রেলার রিলিজে সময় পুলিশি বাধা। অনুষ্ঠানকেন্দ্রে বিদ্যুত সংযোগ কেটে দেওয়া হয়। এসব কিছুর পর আদৌ বাংলায় এই ছবিটি মুক্তি পাবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন।