‌#Cyclonefani:বিধ্বংসী ফণী কি উষ্ণায়ণের ফল?‌ কী বলছেন বিজ্ঞানীরা

বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় ফণী কি বিশ্ব উষ্ণায়ণের(Global Warmimg) ফল?‌ এই নিয়ে কেন চিন্তায় রয়েছেন আবহাওয়াবিদরা?‌

ঘূর্ণিঝড় ফণী। (File Photo)

৭ মে,২০১৯: বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় ফণী কি বিশ্ব উষ্ণায়ণের(Global Warmimg) ফল?‌ এই নিয়ে কেন চিন্তায় রয়েছেন আবহাওয়াবিদরা?‌ বিজ্ঞানীরা দাবী করেছেন এযাবত প্রাক বর্ষার সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী(Cyclone Fani)। এর ভেতরে যে পরিমাণ বিদ্যুৎ রয়েছে তা সাধারণ ভাষায় বোঝাতে গেলে বলতে হয় গোটা বিশ্বকে একসঙ্গে বিদ্যুৎ সরবরাহ করতে পারে এই ঘূর্ণিঝড়।

এবার আসা যাক বৈজ্ঞানীক ব্যাখ্যায় বিজ্ঞানীরা বলছেন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার মূলে রয়েছে জলীয় বাস্প। ফণী শক্তিবৃদ্ধি করেছে বিপুল পরিমাণ জলীয়বাস্প থেকে। যা তৈরি হয়েছে তাপ থেকে। এপ্রিলেই যে পরিমাণ তাপ তৈরি হয়েছে পৃথিবীতে তাতে বঙ্গোপসাগর (Bay of Bengal)থেকে প্রচুর পরিমাণ জলীয়বাষ্ম তৈরি হয়েছে। সেটা ঘণীভূত হয়েই এই ফণীর আকার নিয়েছে। গরম যত বেড়েছে তত ফণী শক্তিশালী হয়েছে।

এবার এপ্রিলেই ভারতের একাধিক জায়গায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। একাধিক রাজ্যে তাপপ্রবাহ চলছে। এই মাত্রাতিরিক্ত গরমের মূল কারণই উষ্ণায়ণ। যার জেরেই গত কয়েক বছরে ঘূর্ণিঝড়ের সংখ্যা দ্বিগুণ হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক বিপর্যয়ের পরিমাণও বেড়েছে। ‌