West Bengal Weather Update: ভারতের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'বুলবুল'; ফের বিগড়োতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া

ঘূর্ণিঝড় কিয়ারের (Cyclone Kyarr) পর এবার আরও এক ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে ভারতের উপকূলীয় অঞ্চলে (Indian Coastal Area)। ফিলিপিন্স উপকূলে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে 'বুলবুল (Bulbul)।' হাওয়া অফিস সূত্রে খবর, পরশু অর্থাৎ আগামী ২ থেকে ৩ নভেম্বর থাইল্যান্ড (Thailand) হয়ে মায়ানমার উপকূলে (Myanmar Coast) আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। হাওয়া অফিস আরও জানিয়েছে, যেভাবে সাইক্লোন 'বুলবুল' এগিয়ে আসছে তাতে আগামী ৩রা নভেম্বর থেকে ফের বদলে যেতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Of South Bengal)।

ঘূর্ণিঝড় (প্রতীকী ছবি: Pixabay)

কলকাতা, ৩১ অক্টোবর: ঘূর্ণিঝড় কিয়ারের (Cyclone Kyarr) পর এবার আরও এক ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে ভারতের উপকূলীয় অঞ্চলে (Indian Coastal Area)। ফিলিপিন্স উপকূলে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে 'বুলবুল (Bulbul)।' হাওয়া অফিস সূত্রে খবর, পরশু অর্থাৎ আগামী ২ থেকে ৩ নভেম্বর থাইল্যান্ড (Thailand) হয়ে মায়ানমার উপকূলে (Myanmar Coast) আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। হাওয়া অফিস আরও জানিয়েছে, যেভাবে সাইক্লোন 'বুলবুল' এগিয়ে আসছে তাতে আগামী ৩রা নভেম্বর থেকে ফের বদলে যেতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Of South Bengal)।

কিয়ারের আতঙ্কের পাশাপাশি ক্রমশ শক্তি পাকিয়ে ধেয়ে আসছে সাইক্লোন 'বুলবুল।' তবে কিয়ারের মত পশ্চিম উপকূলে (Western Coast) নয়। আন্দামান সাগর হয়ে মায়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুলবুল মায়ানমার উপকূলে আঘাত হানার পর নভেম্বরের প্রথম সপ্তাহের শেষ নাগাদ ভারতের উপকূলে আঘাত হানতে পারে। যে গতিপথে 'বুলবুলে'র আসার কথা, দিক না বদলালে আগামী ৭ই নভেম্বরের মধ্যে সেটি ভারতের উপকূলে আছড়ে পড়তে পারে। আবহাওয়াবিদরা মনে করছেন, 'বুলবুলে'র জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গে (West Bengal) বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তেমন ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর বুলবুলের প্রভাব তেমন একটা পড়বে না বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। আরও পড়ুন: West Bengal Weather Update: বুধবার রাতে আকাশ থাকছে পরিস্কার; জানাল হাওয়া অফিস

অন্যদিকে, কেরলের দক্ষিণ দিকে অর্থাৎ দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর একটি ঘূর্ণিঝড় ঘনীভূত হয়েছে। যার নাম ‘মহা (Maha)।' ইতিমধ্যেই তামিলনাড়ুতে (Tamil Nadu) শুরু হয়েছে প্রবল বৃষ্টি। গত তিনদিন ধরে সেই বৃষ্টি চলছে। আগামী ২৪ ঘণ্টায় তামিলনাড়ু জুড়ে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এই ‘মহা’র দাপট আবার শীত (Winter) আসার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাবে কি না, সেটাই প্রশ্ন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই চতুর্থ সাইক্লোন রূপে আরব সাগরে দাপাতে শুরু করবে এই ‘মহা।’লাক্ষাদ্বীপ থেকে ভারতের উত্তর-পশ্চিম উপকূলের দিকে ধেয়ে যেতে শুরু করবে এই সাইক্লোন।