Tigress Zeenat: অবশেষে কাবু জিনাত, বন দফতরের ঘুমপাড়ানি গুলিতে বাঘিনীর লুকোচুরি খেলা শেষ
বাঘিনীকে বাগে পেতে বহু কৌশল অবলম্বন করেও ব্যর্থ হয়। শেষমেশ কাজে দিল ঘুমপাড়ানি গুলি। রবিবার দুপুরে বাঁকুড়ার জঙ্গল থেকে ধরা পড়ল ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে পালিয়ে আসা বাঘিনী জিনাত।
অবশেষে কাবু জিনাত (Tigress Zeenat)। এক সপ্তাহের লুকোচুরি শেষে বন দফতরের ঘুমপাড়ানি গুলিতে জব্দ বাঘিনী। পুরুলিয়ার বান্দোয়ান থেকে শনিবার সকালে বাঁকুড়ার (Bankura) গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে ঢুকে ঘাপটি মেরে থাকে জিনাত। তার গলার রেডিও কলারের টাওয়ার লোকেশন অনুসরণ করে সেখানেও পৌঁছয় বন দফতর। গত সাত দিন ধরে তার গতিবিধির উপর কড়া নজর রাখছিলেন বনকর্মীরা। বাঘিনীকে বাগে পেতে বহু কৌশল অবলম্বন করেও ব্যর্থ হয়। শেষমেশ কাজে দিল ঘুমপাড়ানি গুলি। রবিবার দুপুরে বাঁকুড়ার জঙ্গল থেকে ধরা পড়ল ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে পালিয়ে আসা বাঘিনী জিনাত।
শনিবার বাঁকুড়ার জঙ্গলে জিনাতকে লক্ষ্য করে একের পর এক ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়। কিন্তু কিছুতেই কাবু করা যায়নি তাঁকে। তবে বন দফতরও নাছোড়বান্দা। রবিবার ফের প্রচেষ্টা চালায়। দুপুরে ঘুমপাড়ানি গুলি গিয়ে লাগে বাঘিনীর গায়ে। আর তাতেই জব্দ। গত সাত দিন ধরে চলা বাঘিনী ধরার অভিযান শেষমেশ শেষ হল। ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে ফিরছে জিনাত (Tigress Zeenat)।
গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের (Maharashtra) তাড়োবা অন্ধেরি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছরের জিনাতকে আনা হয় ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে। কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর রেডিও কলার পরিয়ে ২৪ নভেম্বর জঙ্গলে ছাড়া হয় বাঘিনীকে। কয়েক দিনের মধ্যেই সিমলিপালের জঙ্গল থেকে মন ভরে যায় জিনাতের। জঙ্গল ধরে হাঁটা দেয় সে। ওড়িশার সীমানা পার করে ঝাড়খণ্ড হয়ে ঝাড়গ্রামের জঙ্গল পেরিয়ে রবিবার, ২২ ডিসেম্বর ভোরে পুরুলিয়ার বান্দোয়ানে পৌঁছয় বাঘিনী। পুরুলিয়ার জঙ্গলে প্রায় এক সপ্তাহ থেকে শনিবার সকালে জিনাত এসে পৌঁছয় বাঁকুড়া।