Coronavirus Outbreak: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ স্বাস্থ্য অধিকর্তা, জেলাশাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন তিনি। দেশের অন্য রাজ্যে যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়েছে এবং ক্রমেই আক্রান্তের সংখ্যা বাড়ছে, তার জেরে আগাম সতর্কতামূলক ব্যবস্থা খতিয়ে দেখতেই মতা ব্যানার্জি বৈঠক ডেকেছেন বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর। কেরালা, দিল্লি, উত্তরপ্রদেশ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৩১।

নবান্ন (Photo Credit: Wikimedia Commons)

কলকাতা, ৬ মার্চ: করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ স্বাস্থ্য অধিকর্তা, জেলাশাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন তিনি। দেশের অন্য রাজ্যে যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়েছে এবং ক্রমেই আক্রান্তের সংখ্যা বাড়ছে, তার জেরে আগাম সতর্কতামূলক ব্যবস্থা খতিয়ে দেখতেই মতা ব্যানার্জি বৈঠক ডেকেছেন বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর। কেরালা, দিল্লি, উত্তরপ্রদেশ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৩১।

করোনাভাইরাস মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সবরকম পদক্ষেপ নিয়েছে। প্রতিটি রাজ্যকে সতর্ক করা হয়েছে। কলকাতা বিমানবন্দর, খিদিরপুর বন্দরে বিদেশ ফেরত সমস্ত যাত্রীর থার্মাল স্ক্রিনিং হয়েছে। করোনা আক্রান্ত নন, তা নিশ্চিত হওয়ার পরই তাঁদের ছাড়া হয়েছে। বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে হাওড়া ও শিয়ালদায়। বিআর সিং হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হচ্ছে। মেট্রোয় একই রকমের সতর্কতার প্রস্তুতি শুরু হয়েছে। মেট্রোর চিফ মেডিক্যাল অফিসার ডাক্তার মিহির চৌধুরি বলেন, স্টেশনগুলিতে সতর্কতামূলক ঘোষণা করা হবে অ্যাড্রেস সিস্টেমে। এছাড়া সতর্কতার বিষয় জানিয়ে ফ্লেক্স ও ব্যানার টাঙানো হবে। টালিগঞ্জে মেট্রো হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হচ্ছে। সেখানে সব কর্মী ও চিকিৎসকদের জন্য প্রতিরোধক গাউন ও মাস্ক পরে কাজ করতে হবে।এছাড়া প্রথম থেকেই বেলেঘাটা আইডি হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খুলে করোনা আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই মুহূর্তে বেলেঘাটা আইডি-তে ভর্তি রয়েছেন ৭ জন। এদের মধ্যে রয়েছেন এক বাংলাদেশি নাগরিক ও ইন্দোনেশিয়া ফেরত এক যুবক। আরও পড়ুন: Coronavirus Effect in India: করোনাভাইরাসের করাল গ্রাসে মাথায় হাত পিচকারি, হোলি সামগ্রী ব্যবসায়ীদের

এই পরিস্থিতিতে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। থাকবেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। জেলাশাসক এবং সিএমওএইচরা বৈঠকে যোগ দেবেন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। সাড়ে তিনটে নাগাদ বৈঠকের সময় ধার্য করা হয়েছে। সূত্রের খবর, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কী কী নিয়ম নির্দিষ্ট করা যায় এবং ওষুধ জোগানের পরিস্থিতি কেমন, তা খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। করোনার জেরে চিন থেকে ওষুধ আমদানির ক্ষেত্রে সমস্যা দেখা যেতে পারে কি না, সেক্ষেত্রে এখানে কতটা পরিমাণ ওষুধ মজুত রয়েছে, জেলার স্বাস্থ্যকর্তাদের কাছে সেসব জানতে চাইবেন মমতা ব্যানার্জি।