এ রাজ্যে মুক্তি পেল না ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files)। নির্মাতাদের শত চেষ্টা সত্ত্বেও বাংলার হল মালিকরা রাজি হননি এই ছবি মুক্তি দিতে। যদিও ভিনরাজ্যে শুক্রবারই রিলিজ করা হয়েছে ছবিটি। এবং আগামী দিনে বাংলায় ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মুক্তি নিয়ে আইনি পথে হাঁটবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ছবির নির্মাতারা। যদিও রাজ্য সরকারের দাবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ আটকানোর চেষ্টা করা হয়নি। এটা হলমালিকদেরই সিদ্ধান্ত। সবমিলিয়ে এই সিনেমা নিয়ে বিতর্ক তুঙ্গে।
এই অবস্থায় বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের মতে, “এটি একটি ঐতিহাসিক সিনেমা। ১৯৪৬ সালে তৎকালীন অবিভক্ত বাংলায় মুসলিম লিগের কর্মী সমর্থকরা কী অত্যাচার করেছিল সেটাই দেখানো হয়েছে সিনেমায়। এখানের রাজ্য সরকারের কী নিয়ে আপত্তি রয়েছে সেটা স্পষ্ট নয়। এই ছবি যে বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, সেটা গুগল বা নেটদুনিয়াতেও রয়েছে। সেগুলি তো মুছে ফেলার জায়গা নেই রাজ্য সরকারের। তাহলে কেন একটি পরিচালকের বানানো সিনেমা মুক্তি দিতে বাধা দিচ্ছে রাজ্য সরকার”।
দেখুন রুদ্রনীল ঘোষের মন্তব্য
Kolkata, West Bengal: On the release of the film 'The Bengal Files' in West Bengal, Bengali actor and BJP leader Rudranil Ghosh says, "It is clear to everyone who wants to hide history. Everyone knows that in 1946, during the Direct Action by the Muslim League, the people of… pic.twitter.com/7C94EoINKS
— IANS (@ians_india) September 5, 2025
রাজ্য সরকারের সমালোচনায় রুদ্রনীল ঘোষ
রুদ্রনীল আরও বলেন, “তৎকালীন অবিভক্ত বাংলার পুরোটাই পাকিস্তানে যুক্ত করার চেষ্টা করেছিল মুসলিম লিগ। আর তাঁদের সমর্থন করেছিল কমিউনিস্ট পার্টি। আর সেই নিয়ে কলকাতা ও নোয়াখালিতে হিন্দু গণহত্যা হয়েছিল। এই বিষয়ে রাজ্যবাসীর জানা উচিত। এখন তো মুসলিম লিগ দলটাই রাজ্যে নেই, সেই দলের কোনও সমর্থকও নেই, তাহলে এই ছবি মুক্তি নিয়ে আপত্তি রয়েছে কাদের? এটা স্পষ্ট করুক রাজ্য সরকার”।