Sir John Tenniel Google Doodle: ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর চিত্রকর স্যার জন টেনিলের ২০০ বছরের জন্মদিনে গুগলের শ্রদ্ধার্ঘ্য
ব্রিটিশ চিত্রকর শিল্পী স্যার জন টেনিয়েলের (Sir John Tenniel) ২০০ বছরের জন্মদিনে অভিনব ডুডলের মাধ্যমে গুগলের শ্রদ্ধাজ্ঞাপন। আজকের দিনেই ১৮২০ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন তিনি। ১৮৯৩ সালে তাঁর সৃজনীর জন্য সম্মানিত হয়েছেন স্যার জন টেনিয়েল। লুইস ক্যারলের কালজয়ী সিরিজ ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর চরিত্রগুলিকে তুলির আঁচড়ে জীবন্ত করে তুলেছিলেন টেনিয়েল। ক্যারলের সঙ্গে এরপর আর কোনও কাজ তিনি করেননি। এরপরেই ফের রাজনৈতিক কার্টুনেই মনোনিবেশ করেন স্যার জন টেনিয়েল। রয়্যাল অ্যাকাডেমি স্কুলে পড়া শেষ করে টেনিয়েল নিজের আকা ছবির প্রদর্শনের জন্য ব্রিটিশ শিল্পীদের সোসাইটিতে পাঠিয়েছিলেন। সালটা ১৮৩৬। পাঞ্চ ম্যাগাজিনের রাজনৈতিক কার্টুন চরিত্র আঁকিয়ে ও ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর চিত্রকর হিসেবেই জনপ্রিয় হয়ে আছেন স্যার জন টেনিয়েল।
ব্রিটিশ চিত্রকর শিল্পী স্যার জন টেনিলের (Sir John Tenniel) ২০০ বছরের জন্মদিনে অভিনব ডুডলের মাধ্যমে গুগলের শ্রদ্ধাজ্ঞাপন। আজকের দিনেই ১৮২০ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন তিনি। ১৮৯৩ সালে তাঁর সৃজনীর জন্য সম্মানিত হয়েছেন স্যার জন টেনিয়েল। লুইস ক্যারলের কালজয়ী সিরিজ ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর চরিত্রগুলিকে তুলির আঁচড়ে জীবন্ত করে তুলেছিলেন টেনিয়েল। ক্যারলের সঙ্গে এরপর আর কোনও কাজ তিনি করেননি। এরপরেই ফের রাজনৈতিক কার্টুনেই মনোনিবেশ করেন স্যার জন টেনিয়েল। রয়্যাল অ্যাকাডেমি স্কুলে পড়া শেষ করে টেনিয়েল নিজের আকা ছবির প্রদর্শনের জন্য ব্রিটিশ শিল্পীদের সোসাইটিতে পাঠিয়েছিলেন। সালটা ১৮৩৬। পাঞ্চ ম্যাগাজিনের রাজনৈতিক কার্টুন চরিত্র আঁকিয়ে ও ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর চিত্রকর হিসেবেই জনপ্রিয় হয়ে আছেন স্যার জন টেনিয়েল।
উল্লেখ্য, ১৮৬৫ সালে ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ এর অসামান্য অঙ্কন করেন। এরপর ১৮৭২- এ ‘থ্রো দ্য লুকিং গ্লাস’-এর চিত্রায়ন তাঁকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। আরও পড়ুন-Google Doodle: বিক্রম সারাভাইয়ের ১০০- তম জন্মদিন উপলক্ষে সাজল গুগল ডুডল
যখন চিত্রকর হিসেবে অবসর নিচ্ছেন, সেই ১৯০১ সালের ১২ জুন রীতিমতো ঘটা করে তাঁর ফেয়ারওয়েল হয়েছিল। ১৯১৪ সালের ২৫ ফেব্রুয়ারি ৯৩ বছর বয়সে এই মহান চিত্রকরের জীবনাবসান হয়। টেনিয়েলের ২০০ বছরের জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য হিসেবে গুগল শিল্পীর আঁকা একটি স্কেচ দিয়েই সাজাল ডুডল। টেনিয়েলের চিত্রায়ন যুগে যুগে প্রজন্মের পর প্রজন্ম ধরে বাচ্চা থেকে বুড়ো সকলের কাছেই আদরণীয়। তাঁর শিল্পীজীবনরে উত্তরাধিকার একেবারে বহমান ধারার মতো। কোনও সময় যাঁকে বাঁধতে পারেনি, তাঁর শিল্পকলার প্রতি যে গোটা বিশ্ব শ্রদ্ধাশীল থাকবে তাতে আর আশ্চর্য কি।