Jofra Archer: আইপিএলের পর, ইংল্যান্ডের হয়েও মরসুম শেষ জোফ্রা আর্চারের
আইপিএলের পর এবার চোটের ধাক্কায় দেশের হয়ে চলতি মরসুমে ছিটকে গেলেন ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার (Jofra Archer)।
লন্ডন, ১৬ মে: আইপিএলের পর এবার চোটের ধাক্কায় দেশের হয়ে চলতি মরসুমে ছিটকে গেলেন ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার (Jofra Archer)। আগামী ১৬ জুন থেকে এজবাস্টনে শুরু হচ্ছে অ্যাসেজ সিরিজে। অ্যাসেজে তো বটেই চলতি মরসুমে আর আর্চারকে পাচ্ছে না ইংল্যান্ড। আইপিএলের ম্যাচে চোট পান আর্চার। মুম্বই ইন্ডিয়ন্স ছেড়ে দেয় আট কোটির ইংল্যান্ডের তারকা পেসার আর্চারকে। এখন তাঁর কনুইয়ের চোটের যা হাল তা সারতে বেশ কিছুটা সময় লাগবে। অ্য়াসেজে আর্চারকে না পাওয়াটা ইংল্যান্ডের কাছে বড় ধাক্কা।
২৮ বছরের আর্চারের কেরিয়ারে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। দেশের হয়ে ১৩টি টেস্ট, ২১টি ওয়ানডে ও ১৫টি টি টোয়েন্টিতে খেলা আর্চার দেশের হয়ে ধারাবাহিকভাবে খেলতে পারছেন না চোটের জন্য। আরও পড়ুন-ম্যাচের আগে সতীর্থ মহম্মদ সিরাজের নতুন বাড়ির গৃহপ্রবেশে 'বিরাট' দল
দেখুন টুইট
চলতি বছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সের হয়ে পাঁচটা ম্যাচ খেলেন নিলামে আট কোটি টাকায় বিক্রি হওয়া আর্চার। একেবারেই দাগ কাটতে পারেননি তিনি। পান মাত্র দুটি উইকেট। ওয়াংখেড়েতে পঞ্জাবের বিরুদ্ধে ৫৬ রান দিয়েছিলেন তিনি। গত ৬ মে ওয়াংখেড়েতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যান তিনি।