খারাপ ফর্ম পিছু ছাড়ছে না বাবর আজমের। দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ককে ১ রানে বোল্ড করলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এর আগে  মেলবোর্নে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে প্রথম ইনিংস ৩১৮ রানে শেষ করে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুসচেন সর্বোচ্চ ৬৩ রান করেন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আমের জামাল।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চ সেশনে অস্ট্রেলিয়া ৩১৮ রানে অলআউট হওয়ার পর ব্যাট করতে নেমে পাকিস্তানের প্রথম ইনিংসের শুরুটা বিশেষ কিছু হয়নি। ইমাম উল হককে বোল্ড করে অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দেন নাথান লায়ন।এরপর অধিনায়ক শান মাসুদ ও আবদুল্লাহ শফিকের মধ্যে জুটি তৈরি হয়। এরপর নিজের বলেই দুর্দান্ত ক্যাচ নিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স আউট করেন আবদুল্লাহকে। এরপর মাত্র ১ রান করে আউট হন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম। ইনকামিং বলে বাবরকে বোল্ড করেন প্যাট কামিন্স। বর্তমানে পাকিস্তানের ১৫১  রানে ৪ উইকেট।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)