IPL Auction 2025 Live

COVID-19 In Cricket: ইংল্যান্ডে করোনার গ্রাসে ভারতীয় ক্রিকেটার, রয়েছেন নিভৃতবাসে

করোনায় আক্রান্ত (COVID-19) ইংল্যান্ড সফরে থাকা ভারতীয় ক্রিকেটার৷ গলায় ব্যথা থাকায় ওই ক্রিকেটারের কোভিড টেস্ট করানো হয়েছিল৷ সেই রিপোর্ট পজিটিভ আসার পরেই তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়েছে৷

লন্ডন, ১৫ জুলাই: করোনায় আক্রান্ত (COVID-19) ইংল্যান্ড সফরে থাকা ভারতীয় ক্রিকেটার৷ গলায় ব্যথা থাকায় ওই ক্রিকেটারের কোভিড টেস্ট করানো হয়েছিল৷ সেই রিপোর্ট পজিটিভ আসার পরেই তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়েছে৷ জানা গেছে, আক্রান্ত ক্রিকেটার এখন লন্ডনে বসবাসকারী আত্মীয়ের বাড়িতে রয়েছেন৷ তবে তাঁর নাম প্রকাশ্যে আনেনি বিসিসিআই৷ এদিকে বুধবারই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচক চেতন শর্মা৷ যদিও ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার খবরে কেউই মুখ খোলেনি৷ অন্যদিকে আক্রান্ত ক্রিকেটারের সংস্পর্শে আসা সতীর্থ ও সাপোর্ট স্টাফদের নিভৃতবাসে পাঠানো হয়েছিল তিনদিনের জন্য৷ সেই সময়সীমা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে৷  আরও পড়ুন-West Bengal: রাজ্যে ফের বাড়ল বিধিনিষেধ, লোকাল ট্রেন বন্ধ ৩০ জুলাই পর্যন্ত

ভারতীয় দলের বাকি সদস্যরা বৃহস্পতিবার ডারহামের উদ্দেশে রওনা দেবে৷ আক্রান্ত ক্রিকেটার সুস্থ হওয়ার পর ডারহামে দলের সঙ্গে যোগ দেবেন৷ এদিকে ইংল্যান্ডে ডেল্টা প্রজাতি হু হু করে ছড়াচ্ছে৷ এর জেরে সংক্রমণও ঊর্ধ্বমুখী৷ ইংল্যান্ড দলের সাতজন গত সপ্তাহেই করোনার কবলে পড়েন৷ ওয়ানডে সিরিজ শুরুর আগেই এই আক্রান্তের তালিকায় ছিলেন তিনজন ক্রিকেটার ও চারজন স্টাফ৷