অস্ত্রোপচারের পরের দিনই ক্রাচ নিয়ে হাঁটার ছবি শেয়ার করেছেন কেএল রাহুল। সম্প্রতি আইপিএল ২০২৩-এর একটি ম্যাচে ডান পায়ের উরুতে চোট পান লোকেশ রাহুল। দু'সপ্তাহ আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক। সেই সমস্যা মেটাতে অস্ত্রোপচারের কথা ঘোষণা করেছিলেন রাহুল। আগামী ৭ জুন লন্ডনের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবেন না তিনি। অস্ত্রোপচারের কথা ঘোষণা করার সময় রাহুল বলেছিলেন, এই সিদ্ধান্ত কতটা কঠিন। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে রাহুলের অস্ত্রোপচারের পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করবেন। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রাহুলের পরিবর্ত হিসেবে ইশান কিষাণের নাম ঘোষণা করেছে বোর্ড।
দেখুন ছবি
View this post on Instagram
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)