পাকিস্তানের লাহোরে 'চিকেন কড়াহি' রান্নার সময় সঠিক মশলা না দেওয়ায় বাড়ির উপরের তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হল এক মহিলাকে। মর্মান্তিক এই ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে এবং এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে ওই মহিলাকে বাড়ি থেকে পড়ে যেতে দেখা যায় এবং পড়ে যাওয়ার সময় তার চিৎকারও শোনা যায়। ঘটনাটি ঘটেছে ৯ মার্চ লাহোরের নোনারিয়ান চকের শালিমার রোডের কাছে। মরিয়ম নামে সেই মহিলাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয় এবং গুরুতর আহত অবস্থায় তিনি এখনও চিকিৎসাধীন। সূত্রের খবর, পুলিশ মামলা দায়ের করে ঘটনার মূল অভিযুক্ত ওই মহিলার স্বামী, শাশুড়ি শাজিয়া ও তার দেওর রোমানকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নির্যাতিতার বাড়ি থেকে হৈচৈ শুনে বাড়ির দরজা খুলছেন এক ছোট্ট মেয়ে। উপরের দিকে তাকিয়ে দেখে যে মহিলাটি চিৎকার করে উপরের তলা থেকে পড়ে যাচ্ছেন। Pakistan: ভারতের সঙ্গে নতুন করে বাণিজ্য চুক্তি করতে চাইছে পাকিস্তান, কী বলছে দিল্লি
দেখুন মর্মান্তিক ভিডিও
A woman in Lahore, Pakistan was thrown out of a window by her husband & his parents for not spicing the chicken properly. She survived but is in critical condition.
One main accused is arrested but others are free #DomesticAbuse #Lahore #Pakistan pic.twitter.com/oDiPEOF6us
— Uzair Baloch (@ubaloxh94) March 28, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)