সাইপ্রাসের উত্তর উপকূলে ভেসে আসা বেশ কয়েকটি মৃত তিমি সম্ভবত তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের ফলে মারা গেছে বলে জানিয়েছেন এক বিশেষজ্ঞ। সাইপ্রাসের মৎস্য বিভাগের কর্মকর্তা ইয়ানোস আয়ানোউ (Yiannos Ioannou) বলেন, বিরল প্রজাতির কুভিয়ার্স বিকড তিমি (Cuvier's Beaked Whales) পলিস ক্রিসোকাস (Polis Chrysochous) শহরের পূর্ব তীরে ভেসে এসেছে। বৃহস্পতিবার পাওয়া তিমিগুলোর মধ্যে চারটির মধ্যে দুটি এখনো জীবিত ও অক্ষত রয়েছে। স্থানীয় একটি ইয়ুথ সেন্টারের স্বেচ্ছাসেবকরা তাদেরকে সাগরে ফেরত ঠেলে দিয়েছে বলে জানান আইয়াননু। শুক্রবার তুরস্কের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা উত্তরাঞ্চলীয় সমুদ্র সৈকতে আরও তিনটি তিমির সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে।
Several dead whales that washed up on the north coast of #Cyprus probably died as a result of the #earthquakes in Turkey and Syria, an expert has said. pic.twitter.com/zHruSQMYKs
— IANS (@ians_india) February 11, 2023
আইওনাউ বলেন, মৎস্য বিভাগের বিশেষজ্ঞরা এখন তিমির মৃতদেহ পরীক্ষা করে দেখছেন যে, ভূমিকম্পের প্রভাবে ওই অঞ্চলের বাস্তুতন্ত্রে তিমির মৃত্যু হয়েছে কি না। তিনি আরও বলেন, তাদের মৃত্যুর অন্যান্য সম্ভাব্য কারণ হতে পারে নৌ মহড়া, অথবা হাইড্রোকার্বন আবিষ্কারের জন্য ভূকম্পন অপারেশন। তবে গত কয়েক সপ্তাহ ধরে এ ধরনের কোনো অভিযানের খবর পাওয়া যায়নি।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)