প্রয়াত হলেন সুজুকি মোটর কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান ওসামু সুজুকি (Osamu Suzuki Dies )। ২৫ ডিসেম্বর ক্রিসমাসের দিন চলে গেলেন সুজুকি। মারণরোগ ক্যানসার প্রাণ কেড়েছে সুজুকির প্রাক্তন চেয়ারম্যানের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। ওসামু সুজুকির বড় ছেলে তোশিহিরো সুজুকি বাবার মৃত্যু খবর নিশ্চিত করেছেন। বিবৃতিতে তিনি জানান, ওসামুর ইচ্ছা অনুযায়ী তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। তিনি চেয়েছিলেন কেবল পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়ের মাঝেই তাঁর শেষকৃত্যের অনুষ্ঠান করা হবে। ১৯৫৮ সালে দাদু মিচিও সুজুকির (Michio Suzuki) সংস্থা সুজুকি মোটরে যোগদান করেন ওসামু। ১৯৭৮ সালে তাঁকে সংস্থার সভাপতি করা হয় এবং ২০০০ সালে তিনি সুজুকি মোটর কর্পোরেশনের চেয়ারম্যান নির্বাচিত হন। চার দশকেরও বেশি সময় ধরে ওসামু নেতৃত্ব দিয়েছেন সুজুকি মোটর কর্পোরেশনকে। ২০২১ সালে ৯১ বছর বয়সে অবসর নেন তিনি। তবে অবসর নেওয়ার আগে ২০১৫ সালে ছেলে তোশিহিরোকে রাষ্ট্রপতির পদ হস্তান্তর করেন।
প্রয়াত সুজুকি মোটর কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান...
Osamu Suzuki, the former chairman of #SuzukiMotor Corporation and the driving force behind its global expansion, has died at the age of 94. The company announced that he succumbed to #lymphoma on December 25.#OsamuSuzuki #Suzuki #WorldNews #TheStatesman pic.twitter.com/SV3cUozGMQ
— The Statesman (@TheStatesmanLtd) December 27, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)