শ্রীলঙ্কার পরিস্থিতি উত্তপ্ত হতেই দেশ ছাড়েন গোতবয়া রাজাপাক্ষে (Gotabaya Rajapaksa)। শ্রীলঙ্কা (Sri Lanka) ছেড়ে প্রথমে  মালদ্বীপে উড়ে যান গোতবয়া। এরপর মালদ্বীপ থেকে আরব আমিরশাহির বিমান ধরে সস্ত্রীক সিঙ্গাপুরে যান গোতবয়া রাজাপাক্ষে। শ্রীলঙ্কার প্রাক্তন রাষ্ট্রপতি গোতবয়া সিঙ্গাপুরে যেতেই তা নিয়ে শোরগোল শুরু হয়। তবে সিঙ্গাপুরের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, গোতবয়া রাজাপাক্ষেকে তাদের দেশের তরফে আশ্রয় দেওয়া হচ্ছে না। একজন অতিথি হিসেবে গোতবয়া রাজাপাক্ষে সিঙ্গাপুরে গিয়েছেন বলেও সরকারি বিবৃতিতে জানানো হয়। সিঙ্গাপুরে কয়েক সপ্তাহ কাটিয়ে এবার সে দেশ ছাড়লেন গোতবয়া রাজাপাক্ষে। এমনই জানা যাচ্ছে সংবাদসংস্থা এএফপির তরফে।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)