Teen Murder: দক্ষিণ ক্যারোলিনার একটি নির্জন রাস্তায় ১৬ বছর বয়সী এক তরুণকে ফাঁদে ফেলে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হল। খুন হওয়া সেই তরুণের নাম ট্রে ডিন রাইটকে। এই হত্যাকাণ্ডে মূল ভূমিকা পালন করেছে ট্রে ডিন রাইটের নিজের প্রেমিকা গিয়ান কিস্টেনমাখার। এমন কথা নিশ্চিত করেছে দক্ষিণ ক্যারোলিনার পুলিশ। গিয়ান কিস্টেনমাখারের বয়স ১৭ বছর বলে জানা গিয়েছে। গিয়ানই ১৯ বছর বয়সী ডেভান রেপারে সঙ্গে পরিকল্পনা করে তার ১৬ বছরের প্রেমিককে খুনের ছক কষেছিল। ডেভান রেপার গোপনে ভালবাসত গিয়ানকে। ট্রে ডিন-কে খুন করতে পারলেই সে গিয়ানকে পেয়ে যাবে, সেই কথা ভেবে বন্দুকের ট্রিগদার টিপে খুন করে। পুলিশক এই খুনকে কিশোর বয়সের ঈর্ষার কারণে পূর্বপরিকল্পিত একটি হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছে। এমনকি ঘটনাটি রেকর্ড করার জন্য একটি ক্যামেরা ক্রুও উপস্থিত ছিল বলে জানানো হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ট্রের প্রেমিকা গিয়ান কিস্টেনমাখারসহ আরও আটজন এই ঘটনায় জড়িত ছিল। তারা জেনেশুনে ট্রেকে ফাঁদে ফেলে ঘটনাস্থলে নিয়ে আসে, যদিও তারা জানতো যে রেপার বন্দুকধারী এবং সে ট্রেকে হত্যার হুমকি দিয়েছিল। এই ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে, একজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে। সবই কিশোর বয়সের নাটকীয় প্রেম আর ঈর্ষার জেরে, যা তারা একটি খুনের ষড়যন্ত্রে পরিণত করেছে।
দেখুন খবরটি
🇺🇸TEEN SET UP BY HIS OWN GIRLFRIEND, EXECUTED OVER A LOVE TRIANGLE
Trey Dean Wright, 16, was lured to a remote South Carolina road and gunned down - and cops say his own girlfriend helped set the trap.
Devan Raper, 19, pulled the trigger, but this wasn’t a fight - it was a… pic.twitter.com/fyp93k3TCk
— Mario Nawfal (@MarioNawfal) August 17, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)