দক্ষিণ আফ্রিকার একটি স্কুলের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে হঠাৎই দমকা হাওয়ায় উড়ে যায় বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জন্য রাখা একটি ফোলানো বাউন্স হাউস। বাতাসে উড়তে থাকলে ওই হাউসের ভিতরে থাকা দুটি শিশু উপর থেকে পড়ে যায়। প্রায় পঁচিশ ফুট উচ্চতা থেকে শিশুদের পড়ে যেতে দেখে দর্শকরা হতবাক হয়ে যায়।শিশুদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাটি আচমকা ঘটে যাওয়ার বাকি শিশুদের পরিবার এবং শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। শেয়ার হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে ওই মাঠে প্রবল হাওয়া বইছিল। সেই সসময় বাতাসের ঝাপটা লাগে ওই বাউন্সি হাউসে। হাওয়ায় ফোলা কাঠামোটি শক্তভাবে বাঁধা ছিল না, তাই বাউন্স হাউসটি বাতাসে উপরে উঠে যায়। ভয়াবহ দৃশ্য দেখে সকলে চমকে যায়। বাউন্স হাউসটি উড়ে যায় এবং তাঁর ভিতরে থাকা দুটি বাচ্চা মাটিতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের ক্যামেরা এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুরো ব্যাপারটা বোঝা যায়।
স্কুলের অনুষ্ঠানে প্রবল বাতাসে বাউন্স হাউসটি উড়ে গেল:
NEW: Two children thrown from an inflatable bounce house after a gust of wind lifted it up into the air at a school fundraiser event in South Africa.
The children were seen falling out of the bounce house from about 25 feet in the air.
According to Today, the children… pic.twitter.com/bn5USHMYkn
— Collin Rugg (@CollinRugg) June 9, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)