রাশিয়ার উরালে বনাঞ্চলে আগুন। লেলিহান শিখায় ধ্বংস কয়েকশো ঘরবাড়ি। ঘটনায় মৃত ৩। সরিয়ে নিয়ে আসা হয়েছে সেখানকার বাসিন্দাদের। বিপর্যয় মোকাবিলা মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভ সোমবার ঘটনাস্থালে রওনা দিয়েছেন পরিস্থিতির ওপর নজর রাখার জন্য।
আগুন লাগার পেছনে কি কারণ তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে। ১৩ অঞ্চলের মধ্যে ৬ টি আগুন আপাত আয়ত্বে এসেছে বলে জানা গেছে। তবে রিজিওনাল মিনিস্ট্রির পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত ৫৩ টি জায়গাতে আগুন নেভানো সম্ভব হয়নি। ৩৩ হাজার হেকটর জমি আগুনের গ্রাসে রয়েছে বলে জানা গেছে।
তিউমেনে ১২০ টির বেশি বাড়ি ধ্বসপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে।ওই এলাকাতে ২৩ টি জায়গাতে আগুন ছড়িয়ে পড়েছে বলে রাশিয়ার নিউজ সংস্থা টাস জানিয়েছে।
Three die as raging fires consume swaths of Russia's Urals - officials https://t.co/48mtMcNhWX pic.twitter.com/ooGUKvGVfC
— Reuters (@Reuters) May 8, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)