রাশিয়ার (Russia) সঙ্গে পোলান্ডের (Poland) সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে। রাশিয়া যাতে পশ্চিমী বিশ্বের এই দেশের উপর কোনওভাবে হামলা চালাতে না পারে, তার জন্য বিশেষ পদক্ষেপ করা হয়েছে। পোলান্ড সীমান্তে এবার মোতায়েন করা হল সেনা। পোলান্ডের যে সীমান্ত রয়েছে, সেখানে ইতিমধ্যেই ৪০ হাজার সেনা জওয়ানকে সে দেশের তরফে মোতায়েন করা হয়েছে।
সম্প্রতি পোলান্ড এবং বেলারুশ সীমান্তে উত্তেজনা দেখা যায়। সীমান্ত বরাবর এলাকায় বেলারুশ এবং রাশিয়ার সেনা বাহিনীর একাধিক কর্মকাণ্ড দেখা যায়। যার জেরে বেলারুশ এবং পোলান্ড সীমান্ত বন্ধ করে দেয় ইউরোপের এই দেশ। এরপর থেকেই ছড়ায় উত্তেজনা।
রাশিয়া এবং বেলারুশ যাতে কোনওভাবে পোলান্ড সীমান্ত দিয়ে প্রবেশ করে সে দেশে হামলা চালাতে না পারে, তার জন্য সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। পোলান্ডের ধারপাশে যাতে রাশিয়া বা বেলারুশ ঘেঁষতে না পারে, তার জন্যই সীমান্ত বরাবর ৪০ হাজার সেনা মোতায়েন করা হয় বলে খবর।
আরও পড়ুন: Russian Ballistic Missiles: ন্যাটোকে ওড়ানোর ছক, পোলান্ড সীমান্তে রাশিয়ার 'দানব' মিসাইল
অন্যদিকে পোলান্ড সীমান্তের দিকে তাক করে রাশিয়া ব্যালিস্টিক মিসাইল রেখেছে। পোলান্ড সীমান্তে ইসকান্দার মিসাইল মোতায়েন করা হয়েছে।
দেখুন রাশিয়াকে উদ্দেশ্য করে সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল পোলান্ড...
🇵🇱”POLAND SENDS A MESSAGE TO RUSSIA”
Poland is deploying around 40,000 soldiers to the country’s borders with Belarus and Russia amid heightened tensions.
A boost in troop presence was expected, given that Russian and Belarusian forces are set to kick off a series of military… pic.twitter.com/ohIcopEL1s
— WORLD AT WAR (@World_At_War_6) September 15, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)