বিরোধীদের অভিযোগই মিলে যাচ্ছে। পাকিস্তানে ভোটের নামে প্রহসন হয়েছে, এমন কথার আংশিক সত্যতা মেনে নিল পাকিস্তানের আদালত। রিগিংয়ের অভিযোগে ইসলামাবাদের ৩টি আসনের নির্বাচন বাতিল বলে ঘোষণা করল আদালত। এই তিনটি আসনেই ইমরান খানের প্রার্থীদের হারিয়েছিলেন নওয়াজ শরিফের দল পিএমএল-এন। ইমরানের দলের তিন প্রার্থীই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন। নির্দিষ্ট প্রমাণ জমা দেওয়ার পর পাক আদালত রায় দিল, ইসলামাবাদের এই তিন আসনের নির্বাচন পুরোপুরি অবৈধ।

ক দিন আগেই রাওয়ালপিন্ডির প্রধান নির্বাচন কমিশনার ভোটে রিগিং হয়েছে স্বীকার করে পদত্যাগ করেন। নওয়াজ শরিফের সঙ্গে জোট গড়া বিলওয়াল ভুট্টো চ্য়ালেঞ্জ জানিয়েছেন, তার কেন্দ্রে তিনি ফের ভোটে যেতে প্রস্তুত, কারণ তার দল রিগিং করে জেতেনি।

এখন যা পরিস্থিতি তাতে পাকিস্তানে ফের নির্বাচন হলে অবাক হওয়ার থাকবে না।

দেখুন খবরটি

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)