২১ নভেম্বর (মঙ্গলবার) রাতে উত্তর কোরিয়ার গুপ্তচর উপগ্রহটি সঠিকভাবে কক্ষপথে প্রবেশ করেছে বলে দাবি করল কেসিএনএ (Korean Central News Agency )। মঙ্গলবার দিনের শেষে পিয়ংইয়ং-এর নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা আগে উত্তর কোরিয়া থেকে একটি সামরিক গুপ্তচর উপগ্রহ নিক্ষেপ করতে দেখা গেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী একথা জানায়। পাশাপাশি জাপানের সরকারও জানিয়েছে, উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যার একটি অংশ স্থানীয় সময় প্রায় ১০:৫৫ তে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে।
এই খবর নিশ্চিত হলে এটি হবে এই বছর উত্তর কোরিয়ার তৃতীয়বারের মতো গুপ্তচর স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা। এর আগে ২০২৩ সালের মে এবং অগস্টে রকেট সমস্যার কারণে স্যাটেলাইট উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থ হয়েছিল। অতীতে উত্তর কোরিয়া কমপক্ষে দুটি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছে- সর্বশেষটি করেছে ২০১৬ সালে- কিন্তু কোনোটিই কাজ করছে বলে মনে হয় না। পিয়ংইয়ং-এর দাবি,এই উৎক্ষেপণগুলো তার শান্তিপূর্ণ মহাকাশ উন্নয়ন কর্মসূচির অংশ।
BREAKING: NORTH KOREA SAYS ITS SPY SATELLITE ACCURATELY ENTERED ORBIT - KCNA pic.twitter.com/1l22AMWEM7
— Insider Paper (@TheInsiderPaper) November 21, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)