Mexico Shooting: মেক্সিকোর এক পানশালায় চলল এলোপাথাড়ি গুলি। ঘটনায় ১০ জনের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন ৭ জন। শনিবার রাতে মেক্সিকোর কুয়েরতারোর একটি বারে হামলা চালায় বন্দুকধারীরা। রাত ৯টা নাগাদ 'লস ক্যান্টারিটোস' বারে যখন আরাম করে সুরাপানে ব্যস্ত সকলে ঠিক তখনই শুরু হয় গুলির বৃষ্টি। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় জরুরি পরিষেবা। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, অন্ততপক্ষে চারজন বন্দুকধারী পিকআপ ট্রাকে চড়ে সেখানে এসেছিল। ইতিমধ্যেই একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। হামলায় ব্যবহৃত গাড়িটি পোড়া অবস্থায় উদ্ধার হয়েছে। কাজের পর গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা।

মেক্সিকোর পানশালায় এলোপাথাড়ি গুলি... 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)