Heathrow Airport: দুনিয়ার ব্যস্ততম বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাটের ধাক্কা। লন্ডনের হিথরো বিমানবন্দরে কাছের এক ইলেকট্রিক সাবস্টেশনে ভয়াবহ আগুন লাগে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে হিথরো বিমানবন্দরের বেশ কিছু জায়গা বিদ্যুত চলে যায়। বিমানববন্দরে কিছু জায়গায় শর্ট সার্কিটের ফলে প্লাগের বিভিন্ন জায়গায় ছোট বিস্ফোরণও হয়। বিমানবন্দরে যাত্রী নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে। যুদ্ধকালীন ততপরতায় শুরু হয় বিদ্যুৎ সংযোগ ঠিক করার জাক।

প্রতিদিন হিথরো বিমানবন্দরে ১ হাজার ৪০০টি-রও বেশী বিমান ওঠানামা ও প্রায় ২ লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন। তাই যাত্রী নিরাপত্তার কথা ভেবে শুক্রবার সারাদিন হিথরো বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হচ্ছে। সাধারণ মানুষদের বিমানবন্দরে আসতে বারণ করা হয়েছে। চূড়ান্ত ভোগান্তির মুখে যাত্রীরা। হিথরো থেকে ছাড়া আবা আসার কথা থাকা বেশ কিছু বিমান গ্রেট ব্রিটেনের বিভিন্ন বিমানবন্দরে টেক অফ ও ল্যান্ডিং করা হচ্ছে।

হিথরোয় বিদ্যুৎ বিভ্রাট

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)